সরকারি কর্মচারীদের আন্দোলনে কড়া পদক্ষেপ রাজ্যের , ২০ জন সরকারি কর্মীকে শোকজ নোটিশ নবান্নের , গত ১০ মার্চ DA-র দাবিতে ধর্মঘটে সামিল হয়েছেন, এরকম ২০ জন সরকারি কর্মীকে শোকজ নোটিশ দিল নবান্ন (Nabanna)। ধর্মঘটের পরদিনই অর্থাৎ শনিবারই ২০ জন সরকারি কর্মীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। বাকিদের সোমবারের মধ্যেই শোকজ নোটিশ পাঠানো হবে বলেও সূত্রের খবর। যদিও শোকজ নোটিশেও পিছু হটছেন না আন্দোলনকারীরা। তাঁদের পাল্টা বক্তব্য, “আমরা চাইছিলাম শোকজ হোক। তাহলে আইনি প্রক্রিয়ায় আসতে পারব।”
প্রসঙ্গত, বকেয়া সমস্ত ডিএ মেটানোর দাবিতে শুক্রবার ধর্মঘটে সামিল হয় রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। যদিও সরকার কোনও ধর্মঘট বরদাস্ত করবে না বলে আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছিল নবান্ন। ধর্মঘটে সামিল হলে চাকরি ব্রেক হবে অর্থাৎ চাকরি জীবন থেকে একদিন বাদ যাবে এবং একদিনের বেতন কাটা যাবে বলে রাজ্যের তরফে কড়া বার্তা দেওয়া হয়। আগামী ২৪ মার্চের মধ্যেই ধর্মঘটে সামিল সমস্ত কর্মচারীর কাছে শোকজ নোটিশ যাবে বলেও নবান্নের তরফে জানানো হয়েছিল। তবে ধর্মঘটের পরদিন থেকেই শোকজ নোটিশ পাঠাতে শুরু করল নবান্ন। আগামী ২৪ মার্চের মধ্যে ধর্মঘটে সামিল সকলেক কাছে শোকজ নোটিশ পৌঁছে যাবে বলে নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন – বিধানসভায় এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বাইরন
নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিন স্কুল দফতরের বিভিন্ন পদের ২০-২২ জন কর্মীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। রাজ্য সরকারের নির্দেশিকা উপেক্ষা করে ধর্মঘটে শামিল হওয়ার জন্যই এঁদের শোকজ নোটিশ পাঠানো হয়েছে। যার মধ্যে পশ্চিম মেদিনীপুরের বারবনি ও মালদার এক স্কুলের শিক্ষকও রয়েছেন। তাঁরা কেন গতকাল স্কুলে যাননি, সে ব্যাপারে জবাব চেয়ে নবান্নের তরফে নোটিশ পাঠানো হয়েছে। তবে এখানেই শেষ নয়, আরও যাঁরা শুক্রবারের ধর্মঘটে সামিল হয়েছিলেন, তাঁদের সকলের কাছেই শোকজ নোটিশ যাবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে।