আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা প্রধানমন্ত্রীর

আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা প্রধানমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা প্রধানমন্ত্রীর, বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) কেবল সূচনা নয়, ট্রেনে উঠে স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বললেন এবং তাদের গলায় গানও শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সামনেই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট রয়েছে। তার আগে মুম্বই রুটে এই দুটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন বিশেষ তাৎপর্যপূর্ণ। এছাড়া এই নিয়ে একমাসের মধ্যে দ্বিতীয়বার মুম্বই এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে গত ১৯ জানুয়ারি মুম্বইয়ে এসে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকাঠামো হেল্থকেয়ার প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী।শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকল মুম্বইয়ের (Mumbai) ছত্রপতি শিবাজি স্টেশন। এদিন বিকালে ছত্রপতি শিবাজি স্টেশন থেকে সবুজ পতাকা নাড়িয়ে সেমি-হাইস্পিডের মুম্বই-সোলারপুর (Mumbai-Solapur) এবং মুম্বই-সিরডি (Mumbai-Sainagar Shirdi)- দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী। ফলে এখন মুম্বই থেকে বস্ত্রনগরী সোলাপুর এবং অন্যতম তীর্থক্ষেত্র সিরিডি যাওয়া আরও সহজ হল। মহারাষ্ট্রবাসীকে এই দুটি ট্রেন উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই নিয়ে মোট ১০টি সেমি-হাইস্পিডের বন্দে ভারত ট্রেন পেল দেশবাসী।

 

 

 

মুম্বই-সাইনগর সিরডি বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কারের ভাড়া ৮৪০ টাকা ও এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ১ হাজার ৬৭০ টাকা। এর সঙ্গে ক্যাটারিং পরিষেবা নিলে চেয়ার কারের ভাড়া হবে ৯৭৫ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হবে ১ হাজার ৮৪০ টাকা।মুম্বই-সোলাপুর ও মুম্বই-সিরডি বন্দে ভারত এক্সপ্রেস দুটি মহারাষ্ট্রবাসীকে উপহার দেওয়া হল বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “মুম্বই, পুনে, নাসিক এবং সিরডি ও ত্রিম্বাকেশ্বরের তীর্থযাত্রীদের উপহার এই উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।” এদিন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

 

আরও পড়ুন – ধ্বংসস্তূপে অলৌকিক জন্ম শিশুকন্যার, দত্তক নিতে চেয়ে হাজার আবেদন!

মুম্বই-সাইনগর সিরডি বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কারের ভাড়া ৮৪০ টাকা ও এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ১ হাজার ৬৭০ টাকা। এর সঙ্গে ক্যাটারিং পরিষেবা নিলে চেয়ার কারের ভাড়া হবে ৯৭৫ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হবে ১ হাজার ৮৪০ টাকা।
মুম্বই-সোলাপুর ও মুম্বই-সিরডি বন্দে ভারত এক্সপ্রেস দুটি মহারাষ্ট্রবাসীকে উপহার দেওয়া হল বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “মুম্বই, পুনে, নাসিক এবং সিরডি ও ত্রিম্বাকেশ্বরের তীর্থযাত্রীদের উপহার এই উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।” এদিন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top