Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
নরেন্দ্র মোদীর সরকার মে বিকাশ ভটক গ্যায়েঃ সায়নী ঘোষ

নরেন্দ্র মোদীর সরকার মে বিকাশ ভটক গ্যায়েঃ সায়নী ঘোষ

নরেন্দ্র মোদীর সরকার মে বিকাশ ভটক গ্যায়েঃ সায়নী ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নরেন্দ্র মোদীর সরকার মে বিকাশ ভটক গ্যায়েঃ সায়নী ঘোষ। নরেন্দ্র মোদীকে সরকার মে বিকাশ ভটক গ্যায়ে, দক্ষিণ দিনাজপুরের পতিরামের সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ রাজ্য তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ-এর। বৃহস্পতিবার পতিরাম হাই স্কুলের মাঠে ছিল রাজ্য তৃণমূল যুব কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ-এর প্রকাশ্য জনসভা।

 

কার্যত ভীড় উপচে পড়া এদিনের এই প্রকাশ্য জনসভার শুরু থেকেই তৃণমূল যুব সায়নী ঘোষ ছিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে। সায়নী ঘোষ বলেন চায়ে পে শুরু হুই সরকার, গায়ে পে আটেক গ্যায়ে, নরেন্দ্র মোদীকে সরকার মে বিকাশ ভটক গ্যায়ে। শুধু তাই কেন্দ্রীয় সরকারের সবকা সাথ – সবকা বিকাশ তত্বকে তীব্র কটাক্ষ করে সায়নী ঘোষ এদিন বলেন বিজেপি বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আসলে সেটা খুদ কা সাথ, দোস্ত কা বিকাশ, গণতন্ত্র কা বিনাশ।

 

বিজেপির গুজরাট মডেল তত্বের পাশাপাশি উত্তরপ্রদেশ মডেল তত্বের বিরুদ্ধে কার্যত একহাত নিয়ে এদিন সায়নী ঘোষ বলেন রাম রাজ্য যেখানে সীতার কোন কদর নেই, মা-বোনদের জায়গা নেই। সভামঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এদিন সায়নী ঘোষ বলেন আপনারা যদি মাথা উচু করে দলটা করেন তাহলে আগামী দিনে গোটা ভারতবর্ষ দেবে রায় – ভারতবর্ষ বাংলার মহিলাকে চায়। বলেন চোখ চোখ রেখে, কাধে কাধ মিলিয়ে লড়াই করতে হবে, নেত্রীর আদর্শ নিয়ে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন – ধূপগুড়িতে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি

এদিনের এই প্রকাশ্য সভা মঞ্চে উপস্থিত দলীয় নেতৃত্বদের অনুরোধ করে সায়নী ঘোষ বলেন আগামীদিনে পঞ্চায়েতে নির্বাচনে যোগ্য লোকদের জায়গা দেবেন, নেতার ব্যাগ বওয়া লোককে জায়গা দেবেন না। এরপরেই গিয়ার পাল্টে আক্রমণের ঝাঝ বাড়িয়ে সায়নী ঘোষ দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে বলেন যদি শুভেন্দু অধিকারী পালটা সভা করেন তাহলে ৪৮ ঘন্টার মধ্যে আপনারা পালটা সভা করবেন, সেই সভার স্লোগান হবে – “গদ্দার হাঠাও বাংলা বাচাও”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top