নীল পুজোর মধ্যেই পুকুর থেকে উঠে এলেন স্বয়ং মহাদেব! দেখতে ভিড় এলাকাবাসীর। গোবরডাঙায় (Gobordanga) পুকুর থেকে উদ্ধার হল একটি শ্বেত শিবলিঙ্গ। দুটি শিশু পুকুর থেকে প্রথমে এই শিবলিঙ্গটি উদ্ধার করে। এরপর তারা সেই শিবলিঙ্গটি বাড়ি নিয়ে যায়। এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই হুলুস্থল পড়ে যায় স্থানীয়দের মধ্যে। এরপর এই শিবলিঙ্গটির দায়িত্ব নেন স্থানীয় গোসাই নারায়ণ সাধু,কিন্তু তিনি নিজের বাড়িতে শিবলিঙ্গটি রাখতে পারেনি বলে স্থানীয়দের দাবি।
স্থানীয়রা মনে করছেন যে এই শিব লিঙ্গটি কোনও গৃহস্থের বাড়িতে থাকবে না। এরপর স্থানীয়রা সিদ্ধান্ত নেন এই শ্বেত শিবলিঙ্গটিকে গ্রামের এক বটতলার নিচে বেদি করে স্থাপন করা হবে। স্থানীয় এক গ্রামবাসী জানিয়েছেন, আমরা বট গাছের নিচে একটি বেদি নির্মাণ করেছি। এখানেই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হবে। এরপর একটি কার্শেড লাগানো হবে।
এই মূর্তি উদ্ধারের পর রীতিমতো গোবরডাঙ্গা অঞ্চল জুড়ে হুলুস্থল পড়ে যায়। গ্রামবাসীরা ভিড় জমান এই মূর্তি দর্শন করার জন্য। জয়ধ্বনি দিতে দিতে এই মূর্তি রাখা হয় বটতলায়। বহু মানুষ তাদের মোবাইল ক্যামেরায় সেই মুহূর্ত বন্দি করেও রাখেন। এখন গোবরডাঙ্গা অঞ্চল জুড়ে সবার মুখে মুখে ঘুরছে এই শ্বেত শিবলিঙ্গের কথা।
আরও পড়ুন – টিভির রিমোটের চেয়েও তার আকার ছোট! বিশ্বের সবচেয়ে খাটো কুকুর
আরো এক গ্রামবাসী জানাচ্ছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছে যে শ্বেত বাবাকে এই বটতলাতেই প্রতিষ্ঠা করা হবে। এখানেই আমরা সারা জীবন এনাকে পুজো করবো। আমাদের বিশ্বাস এই শিবলিঙ্গের ফলে উন্নতি হবে আমাদের গ্রামের। এই শিবলিঙ্গটি দেখাশোনা করবেন গ্রামের গোসাই নারায়ণ সাধু। এখন গোবরডাঙ্গা অঞ্চল জুড়ে সবার মুখে মুখে ঘুরছে এই শ্বেত শিবলিঙ্গের কথা।
আরও পড়ুন – ১৫ বছরের পুরনো গাড়ি স্ক্র্যাপ করলেই নতুন পারমিট, ঘোষণা পরিবহণ মন্ত্রীর
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)