টিভির রিমোটের চেয়েও তার আকার ছোট! বিশ্বের সবচেয়ে খাটো কুকুর। সম্প্রতি গিনেস বুকে নাম উঠলো বিশ্বের সবচেয়ে ছোট কুকুর পার্লের। উচ্চতায় টিভি রিমোটও তার চেয়ে বেশি উঁচু। আর লম্বায় একটি নোটের সমান। চিহুয়াহুয়া গোত্রের এক কুকুরের আকার এতটাই ছোট।
চিহুয়াহুয়া গোত্রের মেয়ে কুকুর পার্লের জন্ম হয়েছে ২০২০ সালের ১ সেপ্টেম্বর। পার্লের বয়স ২ বছর হলেও আর পাঁচটা কুকুরের মতো বড় হয়নি পার্ল।তার উচ্চতা মাত্র ৩.৫৯ ইঞ্চি। দৈর্ঘ্য ৫ ইঞ্চি। যা একটি টিভির রিমোট, এমনকি একটি স্কেলের চেয়েও ছোট বলা যায়। আর সেই ছোট্ট কুকুরের উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থের হিসাব শুনে হতাবাক বিশ্ব।
একটি এক ডলারের নোটের প্রায় সমান পার্ল। এরই মধ্যেই বিশ্বের সবচেয়ে ছোট্ট কুকুর হিসেবে হইচই ফেলে দিয়েছে পার্ল। গত ১০ এপ্রিল গিনেস বুক রেকর্ডে সবচেয়ে ছোট্ট কুকুর হওয়ার স্বীকৃতি জিতেছে পার্ল।
বর্তমানে পার্লের ঠিকানা ইতালিতে ভ্যানেসা সেলমারে। পার্লের আগে বিশ্বের সবচেয়ে ছোট কুকুরের রেকর্ড ছিল মিরাকল মিলির। ২০২০ সালে ৩.৮ ইঞ্চি উচ্চতার মিরাকাল মিলির মৃত্যু হয়। এরপর সেই খেতাব পায় পার্ল। মিলির মতোই জন্মের সময় পার্লের ওজন ছিল মাত্র ২৮ গ্রাম।
আরও পড়ুন – রাতে বাহারি আলোর কেরামতি, আর কী কী রয়েছে ‘ধন ধান্যে’
পার্লের মালিক ভ্যানেসা সেমলার জানিয়েছেন চিহুয়াহুয়া প্রজাতির কুকুর বেশ রাগী হলেও পার্ল কিন্তু সেই তুলনায় শান্তশিষ্ট। বরং বিশ্বের সবচেয়ে ছোট্ট কুকুরটি নতুন জামা পরতে এবং সাজগোজ করতে ভালোবাসে। তার প্রিয় খাবার হলো মুরগির মাংস এবং স্যামন মাছ।
আরও পড়ুন- ১৫ বছরের পুরনো গাড়ি স্ক্র্যাপ করলেই নতুন পারমিট, ঘোষণা পরিবহণ মন্ত্রীর
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)