রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়েই এবারের বিশ্বকাপের জার্নি শুরু করেছে টিম ভারত। তবে ম্যাচ জিতলেও পরবর্তী ম্যাচে ভারতের হয়ে শুভমন গিল নামতে পারবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে টিমের অন্দরে। ডেঙ্গিতে আক্রান্ত গিল। তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠছেন। তবে খবর অনুযায়ী, তিনি আফগানিস্তানের বিরুদ্ধেও মাঠে নামতে পারবেন না।
আরও পড়ুনঃ ফের পিছালো পার্থ, মানিকের জামিনের শুনানি
আগামী বুধবার, ১১ অক্টোবর আফগানদের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। নয়াদিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচ। ভারতীয় দল এই ম্যাচের জন্য নয়াদিল্লি উড়ে গেলেও, শোনা যাচ্ছিল গিল দলের সঙ্গে রাজধানীর উদ্দেশে পাড়ি দেবেন না। তিনি চেন্নাইতে থেকে বিশ্রাম নেবেন বা চণ্ডীগড়ে নিজের বাড়িতে যাবেন বলেই কোনও কোনও মহল থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশ্য এমনটা হচ্ছে না। খবর অনুযায়ী গিল ভারতীয় দলের সঙ্গেই নয়াদিল্লি উড়ে যাচ্ছেন।
এক সূত্র এএনআইকে জানান, ‘শুভমন গিল দ্রুতই সুস্থ হয়ে উঠছেন এবং তিনি দলের সঙ্গে দিল্লিতেও যাবেন। ও বিশ্রাম নেওয়ার জন্য চণ্ডীগড়ে নিজের বাড়ি যাচ্ছে না, বরং দলের সঙ্গেই থাকবে। আমরা সকলেই আশা করছি যে পাকিস্তান ম্যাচের আগেই ও মাঠে ফিরবে। তবে আফগানিস্তান ম্যাচে ওর খেলা না খেলাটা ওর পরবর্তী রিপোর্টের উপর নির্ভর করবে।’ শেষবেলা পর্যন্ত গিলের জন্য অপেক্ষা করলেও, তিনি ফিট না হওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি। তাঁর বদলে ঈশান কিষাণ দলের হয়ে ওপেন করেন। রশিদ খানদের বিরুদ্ধেও তেমনটাই হতে চলেছে বলে পূর্বাভাস।
রবিবারের ম্যাচে ভারতের সামনে লক্ষ্য মাত্র ২০০ রানের। সেই রান তুলতে গিয়েই কিনা ভারতের স্কোর হয়ে গেল ২ রানে ৩ উইকেট! ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন ঈশান কিষাণ (০), রোহিত (০), শ্রেয়স আইয়ার (০)। কেউ কেউ বিশ্বাসই করতে পারছিলেন না যে, এটা ক্রিকেট ম্যাচ চলছে। মনে হচ্ছিল যেন ফুটবল ম্যাচের স্কোরলাইন। দুশোও তখন যেন কয়েক নটিক্যাল মাইল দূরে। সেখান থেকে পাল্টা লড়াই বিরাট কোহলি ও কে এল রাহুলের ব্যাটে। ১১৬ বলে ৮৫ রান করলেন কোহলি। রাহুল ১১৫ বলে ৯৭ রানে অপরাজিত রইলেন। রাহুলের ওয়ান ডে কেরিয়ারের সেরা ইনিংস বললেও অত্যুক্তি হবে না। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হল। একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, সেঞ্চুরি পূর্ণ করতে একটি চার ও একটি ছয় ছয় মারতে হতো। কিন্তু ছয় মেরে বসেন রাহুল। সেঞ্চুরি অপূর্ণ থেকে যায়। ৪১.২ ওভারে ম্য়াচ জিতে নেয় ভারত।