বর্ধমানের পর এবার বেলেঘাটায় কোভিড পজিটিভ মৃত্যু রোগীর

FILE — Workers transport the body of a person who died of COVID-19 in New Delhi on April 24, 2021. Nearly a third of excess deaths globally, some 4.7 million, took place in India. (Atul Loke/The New York Times)

বর্ধমানের পর এবার বেলেঘাটায় কোভিড পজিটিভ মৃত্যু রোগীর , ফের রাজ্যে করোনা পজিটিভ রোগীর মৃত্যু। এর আগে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। এবার কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্য়ু হল এক মহিলার। মৃতের নাম সোনালি সরকার। ৪১ বছর বয়স। দক্ষিণ ২৪ পরগনার বড়িয়া বাসিন্দা ছিলেন তিনি। গত ২ অগস্ট হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই গত ৭ অগস্ট মৃত্যু হয় তাঁর। গত ৭ তারিখ বিকেলে মারা যান তিনি। হাসপাতাল সূত্রে খবর, সোনালিদেবীর শরীরে নানা সমস্যা ছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। গত সপ্তাহেই চারদিনে বর্ধমান মেডিক্যালে চারজন কোভিড (Covid) পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অনেকেই এখনও হাসপাতালে কোভিড (Covid) নিয়ে চিকিৎসাধীন।

 

 

 

 

 

 

যদিও বর্ধমান মেডিক্যালে কোভিড রোগীদের মৃত্য়ুর ক্ষেত্রে চিকিৎসকরা বলছেন, কোভিড আক্রান্ত হলেও ওই রোগীদের শরীরে অন্যান্য সমস্যা ছিল। অর্থাৎ কোমর্বিডিটিকে মৃত্যুর কারণ হিসাবে তুলে ধরছেন চিকিৎসকরা। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, কোমর্বিডিটি থাকলেও করোনার ভাইরাস শরীরে থাকার কারণে অন্যান্য রোগের সঙ্গে যুঝতে সমস্যা হচ্ছে রোগীর। ফলে সহজেই কাবু হয়ে পড়ছেন তাঁরা। কারও কারও ক্ষেত্রে তা মৃত্যুরও কারণ হচ্ছে।

 

 

 

 

আরও পড়ুন –  জাতীয় সড়কে চলবে না টোটো, সিদ্ধান্ত পরিবহণ দফতরের

 

 

 

 

গত সপ্তাহেই চারদিনে বর্ধমান মেডিক্যালে চারজন কোভিড পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অনেকেই এখনও হাসপাতালে কোভিড নিয়ে চিকিৎসাধীন। অন্যদিকে বুধবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু (WHO) কোভিডের নতুন প্রজাতি নিয়ে সতর্ক করেছে। EG.5 নামে কোভিডের নয়া স্ট্রেন বিশ্বজুড়ে থাবা বসাতে পারে এবং সংক্রমণের হার বাড়াতে পারে বলে সতর্ক করেছে হু।

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)