ফুটপাত উচ্ছেদে নামলো বড়ঞা প্রশাসন।

কলকাতা হাইকোর্টের নির্দেশে ও যানজট মোকাবেলার উদ্দেশ্যে বড়ঞার ডাকবাংলা এলাকায় ফুটপাত উচ্ছেদে নামলো বড়ঞা প্রশাসন। প্রসঙ্গত ডাকবাংলা চৌমাথা থেকে স্টেট ব্যাংক রোডে দুই ধারে ফুটপাত ও বিভিন্ন দোকান এর দৌড়াতে ব্যাপক যানজটের শিকার হতে হচ্ছিল সাধারণ নাগরিকদের। যে কারণে প্রশাসনের পক্ষ থেকে এর আগেই ওই এলাকার সমস্ত ছোট ব্যবসায়ীদের থেকে ডেকে ওই স্থান খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও ব্যবসায়ীরা রাস্তার পাশে থেকে উঠতে না চাইলে আজ কার্যত কলকাতা হাইকোর্টের নির্দেশে ও নোটিশ টাঙিয়ে বড়ঞা থানার ওসি অতনু দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে বিডিও নিজে উপস্থিতিত থেকে আজ এই উচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ণ হল যদিও যে সমস্ত ব্যবসায়ীরা এখানে এতদিন রুজি রোজগার করতেন তাদের কথা চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে অন্যত্র একটি জায়গায় ঠিক করে দেওয়া হলেও সেখানে কোন ব্যবসায়ী ব্যবসা করতে রাজি হয়নি বলেই জানিয়েছেন বড়ঞার বিডিও গোবিন্দ দাস।