আজ থেকে শুরু সংসদের বিশেষ অধিবেশন, শুরুতেই বক্তব্য রাখতে পারেন মোদী

অধিবেশনে প্রবেশের আগে বিরোধীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা মোদীর

আজ, সোমবার থেকে লোকসভায় শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর- এই পাঁচদিনের বিশেষ অধিবেশনে ইতিমধ্যেই আলোচ্যসূচি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১১ টাই সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী বলে সূত্র মারফত জানা গেছে। তবে আজ মোদী কী বিষয়ে  বক্তব্য় রাখবেন, সে বিষয়ে জানা যায়নি এখনও। অন্যদিকে, সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে সংসদীয় স্ট্রাটেজি ঠিক করতে সকাল ১০টায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের ঘরে বৈঠকে বসেছেন ইন্ডিয়া জোট।  সংসদীয় দলের সকল নেতারা উপস্থিত থাকবেন সেই বৈঠকে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ মমতা-বিক্রমসিঙ্ঘের সাক্ষাত্‍ নিয়ে শুভেন্দুর টিপ্পনি নিয়ে বিদেশ মন্ত্রীর কাছে নালিশ তৃণমূলের

কেন্দ্রের তরফ থেকে হঠাৎ করেই এই বিশেষ অধিবেশন ডাকার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে কী নিয়ে অধিবেশন ডাকা হয়েছে। ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে বিল পেশ করা হতে পারে এই অধিবেশনে, এমনটাও গুঞ্জন শোনা গিয়েছিল। তবে যাবতীয় জল্পনায় ইতি টেনে কেন্দ্রের তরফে জানানো হয়, এই অধিবেশনে চারটি বিল পেশ করা হবে। এই বিলগুলি হল পোস্ট অফিস বিল ২০২৩, মুখ্য় নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার (নিয়োগ, পরিষেবা) বিল ২০২৩, অ্যাডভোকেট (সংশোধনী) বিল, ২০২৩ এবং প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব পিরিওডিক্য়ালস বিল, ২০২৩।

 

যদিও বিরোধীদের দাবি, কেন্দ্র তাদের আসল কর্মসূচি সম্পর্কে খোলসা করে বলছে না। কেন্দ্রের পরিকল্পনা রয়েছে অন্য কোনও বিল পেশ করার। এই নিয়ে তারা সরবও হয়েছেন। নির্বাচন কমিশনার নিয়োগ বিল পেশ করা হলে, তার বিরোধিতা করা হবে বলেও জানান বিরোধীরা। গতকালই সর্বদলীয় বৈঠকে বিরোধীরা মহিলা সংরক্ষণ বিল নিয়েও দাবি জানান।

 

আজ, সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনে সংসদ ভবনের ইতিহাস ও ঐতিহ্য নিয়েই আলোচনা করা হবে। মঙ্গল, গণেশ চতুর্থীর দিন নতুন সংসদ ভবনে অধিবেশন স্থানান্তরিত করা হতে পারে। সকল সাংসদদের নিয়ে গ্রুপ ছবিও তুলবেন প্রধানমন্ত্রী মোদী।আজ, সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনে সংসদ ভবনের ইতিহাস ও ঐতিহ্য নিয়েই আলোচনা করা হবে। মঙ্গল, গণেশ চতুর্থীর দিন নতুন সংসদ ভবনে অধিবেশন স্থানান্তরিত করা হতে পারে। সকল সাংসদদের নিয়ে গ্রুপ ছবিও তুলবেন প্রধানমন্ত্রী মোদী।

en.wikipedia.org