Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
জেলে হাঁটাচলা-উঠাবসার অসুবিধা হচ্ছে, পূর্ণ সময়ের সহায়ক চাইলেন

জেলে হাঁটাচলা-উঠাবসার অসুবিধা হচ্ছে, পূর্ণ সময়ের সহায়ক চাইলেন পার্থ

জেলে হাঁটাচলা-উঠাবসার অসুবিধা হচ্ছে, পূর্ণ সময়ের সহায়ক চাইলেন পার্থ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
নিয়োগ মামলায় ফের পার্থকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

জেলের ভিতর হাঁটাচলা-উঠাবসার অসুবিধা হচ্ছে। তাই এবার ২৪ ঘন্টার একজন সহায়ক চেয়ে চিঠি লিখলেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও পার্থর এই আবেদন খারিজ করে দিয়েছে প্রশাসনের তরফ থেকে। এসএসকেএমের ( SSKM ) চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর অনুরোধ ফেরাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।

 

নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ১৪ মাস জেল বন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, জেলে ওঠা-বসা, হাঁটা-চলায় অসুবিধা হচ্ছে জানিয়ে পূর্ণ সময়ের সহায়ক চেয়ে জেল কর্তৃপক্ষকে চিঠি দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। চিঠি পেয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে এসএসকেএম হাসপাতালে যোগাযোগ করা হয়। গত সপ্তাহে তিন সরকারি চিকিৎসক জেলে এসে পার্থ চট্টোপাধ্যায়কে দেখে যান। সূত্রের খবর, চিকিৎসকরা প্রাক্তন মন্ত্রীকে দেখে কিছু ওষুধ লিখে দিলেও, শুধুমাত্র ব্যায়ামের সময় সাহায্যকারী দেওয়া যেতে পারে বলে জানান।

আরও পড়ুনঃ আজ দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল

গত সেপ্টেম্বর মাসে নিজের শারীরিক অবনতির কথা তুলে আদালতে জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থর আইনজীবী দাবি করেন, ‘পার্থর গ্রেফতারির পর প্রায় দেড়বছর পেরিয়ে গিয়েছে। সিবিআই শুধু বলছে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’ সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, বয়সজনিত সমস্যা রয়েছে তাঁর। সেই সঙ্গে রয়েছে নানারকম শারীরিক অসুস্থতা। এই প্রেক্ষিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আর্জি করা হয়। কিন্তু সিবিআইয়ের আইনজীবীর পাল্টা সওয়াল করেছিলেন ‘পার্থর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, মামলায় অনেকে যুক্ত’। এরপর আদালত জামিনের আর্জি নাকচ করে দেয়।

 

উল্লেখ্য, ২০২২-এর ২৩ জুলাই। নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূলের তৎকালীন মহাসচিব ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সামনে আসে ৫০ কোটি নগদ আর রাশি রাশি অলঙ্কারের সেইসব ছবি! যা গোটা দেশে চাঞ্চল্য় ফেলে দেয়! এর ৬ দিন পরে সাংবাদিক বৈঠক করে, পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করা হয়। সেই থেকেই তিনি জেলে। ২০২২-এর ২৩ জুলাই। নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূলের তৎকালীন মহাসচিব ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সামনে আসে ৫০ কোটি নগদ আর রাশি রাশি অলঙ্কারের সেইসব ছবি! যা গোটা দেশে চাঞ্চল্য় ফেলে দেয়! এর ৬ দিন পরে সাংবাদিক বৈঠক করে, পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করা হয়। সেই থেকেই তিনি জেলে।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top