দুর্গাপুরে ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, চিন্তায় জেলা প্রশাসন। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সোমবার পর্যন্ত দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের (32 No Word) পলাশডিহা (Polashdiha) এলাকায় ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৫০ ছাড়িয়েছে। বর্ষাকাল আসতেই ফের ডেঙ্গির (Dengue) উৎপাত শুরু। পশ্চিম বর্ধমানের (Paschim Burdhaman) দুর্গাপুরে (Durgapur) লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা। যার জেরে চিন্তায় জেলা প্রশাসন।
এ দিকে, ডেঙ্গির (Dengue) বাড়বাড়ন্ত হতেই দুর্গাপুর নগর নিগমের পৌর স্বাস্থ্যকর্মীদের নিয়ে বৈঠক করছে জেলা স্বাস্থ্য দফতরের কর্মীরা। জোর দেওয়া হয়েছে সাফাইয়ের কাজে। স্বাস্থ্য দফতরের তরফ থেকে এলাকায় প্রতিদিন বসছে স্বাস্থ্য পরীক্ষার শিবির। সঙ্গে নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য দফতর।
পশ্চিম বর্ধমান (Paschim Burdhaman)জেলার ডেপুটি সিএমওএইচ (CMOH) ডক্টর কেকা মুখোপাধ্যায় (Keka Mukhopadhay) বলেন, “ডেঙ্গির সচেতনতায় আমরা প্রচার চালাচ্ছি। এখানে যথেষ্ঠ কাজ কর্ম করা হচ্ছে। বিভিন্ন মেডিক্যাল ক্যাম্প (Medical Camp) করা হচ্ছে। তা ছাড়াও বাড়িতে বাড়িতে আশা কর্মীরা যাচ্ছেন। গিয়ে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে আসছেন।”
আরও পড়ুন – ২০২৫ সাল থেকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা উঠে যেতে পারে , জানালেন…
আরও পড়ুন – হঠাৎ করে আমিষ খাওয়া বন্ধ করে দিন, দেখুন দেহের উপর কী প্রভাব…
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সোমবার পর্যন্ত দুর্গাপুরের (Durgapur) ৩২ নম্বর ওয়ার্ডের (32 No Word) পলাশডিহা (polashdiha) এলাকায় ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৫০ ছাড়িয়েছে। তাঁদের মধ্যে অনেকে মহিলা এবং শিশু। ওই এলাকার খাটালপাড়া ও আদিবাসী পাড়ায় রক্তের (Blood) নমুনা পরীক্ষা করা হচ্ছে। তারপরেই ওই এলাকায় একের পর এক মানুষের শরীরে মিলছে ডেঙ্গির (Dengue) জীবাণু। যদিও, এদের মধ্যে অনেকেই সুস্থ রয়েছেন। পাশাপাশি অনেককে আবার ভর্তি করা হয়েছে হাসপাতালে (Hospital)।
আরও পড়ুন – সুখবর চাকরিজীবীদের জন্য, কেন্দ্রের সম্মতিতে পিএফ-এ সুদের হারে মিলবে বাড়তি টাকা
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )