কবে কমবে জ্বালানির দাম? চড়া তেলের দরে নাজেহাল মানুষ
চড়া তেলের দরে নাজেহাল মানুষ,বৃহস্পতিবার, 2 ফেব্রুয়ারির পেট্রল ও ডিজেলের দাম ঘোষণা করল রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলি। এবার জেনে নেওয়া যাক আজ কলকাতা সহ দেশের প্রধান শহরগুলিতে,গত 257 দিন ধরে পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। চড়া তেলের দামে অস্বস্তিতে মানুষ। সারা দেশে শেষবার পেট্রল এবং ডিজেলের দাম কমেছিল গত বছর। 21 মে কেন্দ্রীয় সরকার পেট্রলে প্রতি লিটার 8 টাকা এবং ডিজেলে প্রতি লিটার 6 টাকা করে আবগারি শুল্ক কমায়। আবগারি শুল্ক হ্রাসের ফলে এক লিটার পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে 9.5 টাকা এবং 7 টাকা কমেছিল। আসুন জেনে নেওয়া যাক, যে দেশের মেট্রো শহরগুলিতে আজ পেট্রল এবং ডিজেলের দাম কত।
প্রথমে জেনে নেওয়া যাক পশ্চিমবভ্গের রাজধানী কলকাতার জ্বালানির দামের খবর। কলকাতায় জ্বালানির দাম রয়েছে বেশি। কলকাতায় প্রতি লিটার পেট্রল 106.03 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, লিটার প্রতি ডিজেলের দর রয়েছে 92.76 টাকা।
অন্যদিকে, দিল্লিতে জ্বালানির দাম রয়েছে তুলনামূলক কম। দেশের রাজধানী শহরে আজ প্রতি লিটার পেট্রলের দাম 96.72 টাকা। এছাড়া প্রতি লিটার ডিজেল 89.62 টাকায় বিক্রি হচ্ছে।
মহারাষ্ট্রে গত 14 জুলাই, 2022-এ রাজ্য সরকার পেট্রল এবং ডিজেলের উপর কর হ্রাসের পর তাদের মূল্য যথাক্রমে 5 টাকা এবং 3 টাকা প্রতি লিটার দরে কমে যায়। আজ মুম্বইতে পেট্রল প্রতি লিটারে 106.31 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে ডিজেলের দাম প্রতি লিটার 94.27 টাকা রয়েছে। মেট্রো শহরগুলির মধ্যে, মহারাষ্ট্রের রাজধানী মুম্বইতে পেট্রল ও ডিজেলের দাম সব থেকে বেশি রয়েছে।
চেন্নাইতে প্রতি লিটারে পেট্রলের দাম রয়েছে 102.63 টাকা। আবার প্রতি লিটার ডিজেলের ক্ষেত্রে এই দাম রয়েছে 94.24 টাকা।
আরও পড়ুন – অনুবত ঘনিষ্ঠ’ নেতাকে জিজ্ঞাসাবাদ, গরুপাচারে তৎপর CBI
স্থানীয় করের উপর নির্ভর করে বিভিন্ন রাজ্যে জ্বালানির দাম নির্ধারিত হয়ে থাকে। যার ফলে এক একটি রাজ্যে এক এক রকম জ্বালানির দাম দেখতে পাওয়া যায়। প্রতিদিন সকাল ছ’টায়, পাবলিক সেক্টরের তেল বিপণন সংস্থাগুলি যথা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বৈদেশিক মুদ্রার হার এবং আন্তর্জাতিক বেঞ্চমার্কের দাম অনুসারে জ্বালানির দাম সংশোধন করে থাকে।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )