শ্মশানের পাশে মুখ থুবড়ে পড়ে পুলিশকর্মীর মৃতদেহ! খুন নাকি দুর্ঘটনা ? বুধবার সাতসকালে রাস্তার ধারে শ্মশানের (burning ghat) পাশ থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর (police) দেহ (deadbody)। ঘটনাকে কেন্দ্র করে জোর উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) এলাকায়। খুন নাকি দুর্ঘটনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার সকালে বারুইপুর থানার পুলিশের কাছে খবর আসে বারুইপুর জয়নগর রোডের কীর্তনখোলা মহাশ্মশানের কাছে রাস্তার পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম দিগম্বর সোরেন। তিনি বারুইপুর পুলিশ জেলায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হুগলির পাণ্ডুয়ায়। বারুইপুর থানার ফুলতলার কাছে একটি পুলিশ ক্যাম্পে পোস্টিং পেয়েছিলেন তিনি।
স্থানীয় এক বাসিন্দা বলেছেন, “সকালবেলায় রাস্তায় বেরিয়ে দেখি এক ব্যক্তি মুখ থুবড়ে পড়ে রয়েছেন। সঙ্গে-সঙ্গে বারুইপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। তারা এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরে জানতে পারি এই ব্যক্তিও পুলিশেই কাজ করতেন। কীভাবে এই ঘটনা ঘটেছে, তা বলতে পারব না।”
আরও পড়ুন – ‘কাজ কী করে করাতে হয় জানা আছে’ অফিসারদের হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল বিধায়কের…
দেহটি উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে বারুইপুর থানার পুলিশ। কনস্টেবল দিগম্বর সোরেনকে খুন করা হয়েছে নাকি দুর্ঘটনার জেরে তাঁর মৃত্যু হল, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। এই বিষয়ে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, “অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”ঘটনাকে কেন্দ্র করে জোর উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) এলাকায়। খুন নাকি দুর্ঘটনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম দিগম্বর সোরেন। তিনি বারুইপুর পুলিশ জেলায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হুগলির পাণ্ডুয়ায়। বারুইপুর থানার ফুলতলার কাছে একটি পুলিশ ক্যাম্পে পোস্টিং পেয়েছিলেন তিনি।
(সব খবর, ঠিক খবর প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )