মৃতদেহ হাইজ্যাক করে নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, নির্যাতিতার বাবাকে নিয়ে শুরু হয় দড়ি টানাটানি। তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় তৃণমূল(TMC) ও বিজেপির (BJP) কর্মী সমর্থকদের মধ্যে। নির্যাতিতার মৃতদেহ নিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়ার সময় তুলকালাম কাণ্ড বেধে যায় কোচবিহার (Coochbehar) এন জে এন মেডিকেল কলেজ হাসপাতালে। একদিকে তৃণমূল স্লোগান দিতে থাকে অপরদিকে বিজেপি তরফে মৃতদেহ (Dead Body) হাইজ্যাক করে নিয়ে যাওয়ার অভিযোগ তোলা হয় তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে।
এদিন হাসপাতালের সামনে বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকদের মঘ্যে শুরু হয় তীব্র বাদানুবাদ। বিজেপি কর্মী-সমর্থকরা নির্যাতিতার বাবাকে আগলে রাখলেও তাঁদের সরিয়ে ওই ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করে তৃণমূল। এরপরেই বাবাকে নিয়ে শুরু হয় দড়ি টানাটানি। তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। পথ অবরোধ শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকেরা। বিজেপির দাবি, নির্যাতিতার পরিবার তাঁদের দলের সমর্থক। এদিকে অশান্তির আবহে একটি গাড়ি করে নির্য়াতিতার বাবাকে নিয়ে চলে যায় পুলিশ। ABVP-র নেতাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিধানসভায় ওয়াক আউট করল বিজেপি, কি বললেন বললেন…
আরও পড়ুন – বিবাহ বহির্ভূত সম্পর্ক! কাকদ্বীপে পুরুষ সঙ্গীর সঙ্গে বাড়ির পিলারে বেঁধে বধূর ওপর…
প্রসঙ্গত, কয়েকদিন আগে কোচবিহারের খাপাইডাঙায় নবম শ্রেণির ছাত্রীকে দুদিন ধরে আটকে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগ ওঠে এলাকার ৫ যুবকের বিরুদ্ধে। ভর্তি করা হয়েছিল এলাকার একটি হাসপাতালে। কিন্তু, শেষ রক্ষা হয়নি। এদিন সকালেই সেখানে মৃত্যুর কোলে ঢোলে পড়ে ওই কিশোরী। মঙ্গলবারই তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।
(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )