আদালতের অনুমতি নিয়ে দাদু ভাই্কে যা বললেন পরীমনি (Porimoni)

আদালতের অনুমতি নিয়ে দাদু ভাই্কে যা বললেন পরীমনি (Porimoni)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Porimoni
আদালতের অনুমতি নিয়ে  দাদু ভাই্কে যা বললেন পরীমনি (Porimoni)
ছবি সংগ্রহে ; সাইন টিভি

পরীমনিকে (Porimoni) তৃতীয় দফায় রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্যদিনের মতো এদিনও তার সঙ্গে দেখা করতে আদালতে আসেন শতবর্ষী দাদু শামসুল হক।

 

এসময় পরীমনি বিচারককে বলেন, ‘আমি আমার দাদু ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই।’বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে তৃতীয় দফায় এক দিনের রিমান্ডের আদেশ দেন।রিমান্ড মঞ্জুরের আদেশ দেওয়ার পর আইনজীবী আদালতে উপস্থিত নানা শামসুল হককে পরীমনির সঙ্গে দেখা করতে দেওয়ার অনুমতি চান।

 

আর ওপড়ুন  দক্ষিণ দিনাজপুর জেলায় আবেদন সংখ্যার নিরিখে শীর্ষে লক্ষ্ণীর ভাণ্ডার (Lakshni’s treasure)

 

বিচারক ৫ মিনিট কথা বলার অনুমতি দেওয়ার পর পরীমনির (Porimoni) নানা কাঠগড়ার বাইরে থেকে তার সঙ্গে কথা বলেন। এ সময় পাশে ছিলেন পরীমনির খালাতো ভাই।  পরীমনি কান্না জড়ানো কণ্ঠে দাদুকে বলেন, ‘দাদু  ভাই, তুমি এ শরীর নিয়ে কেন আসলা?’

 

উত্তরে দাদু  বলেন, ‘তোকে দেখার জন্য আসলাম। তুই হতাশ হইস না। তোর জন্য দেশবাসী আছে।’  পরীমনি বলেন, ‘তুমি এত চিন্তা করো না। শরীর আরও খারাপ করবে।’  দাদুর সঙ্গে কথা বলা শেষ করার পর পরীমনিকে কাঠগড়া থেকে নামিয়ে সিএমএম আদালতের সামনের রাস্তা দিয়ে হাজতখানায় নিয়ে যায়।

 

তবে হাজতখানার সামনের রাস্তায় জটলার মধ্যে পরীমনি (Porimoni) পড়ে যান। মিডিয়াকর্মীদের ব্যাপক উপস্থিতির জন্য পুলিশ দ্রুততার সঙ্গে তাকে নেওয়ার কারণেই মূলত পরিমনি পড়ে যান।  এর আগে আজ সকাল ৮টা ২৫ মিনিটে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

 

এ সময় তাকে রাখা হয় আদালতের হাজতখানায়। এরপর রিমান্ড আবেদনের শুনানির জন্য বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতের কাঠগড়ায় নেওয়া হয়। কাঠগড়ায় উঠেই অঝোরে কাঁদতে থাকেন পরীমনি। বারবার তাকে হাত দিয়ে চোখের জল মুছতে দেখা যায়।

 

উল্লেখ্য,  পরীমনি বিচারককে বলেন, ‘আমি আমার দাদু ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই।’বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে তৃতীয় দফায় এক দিনের রিমান্ডের আদেশ দেন।রিমান্ড মঞ্জুরের আদেশ দেওয়ার পর আইনজীবী আদালতে উপস্থিত নানা শামসুল হককে পরীমনির সঙ্গে দেখা করতে দেওয়ার অনুমতি চান।

 

এদিন  হাজতখানার সামনের রাস্তায় জটলার মধ্যে পরীমনি (Porimoni) পড়ে যান। মিডিয়াকর্মীদের ব্যাপক উপস্থিতির জন্য পুলিশ দ্রুততার সঙ্গে তাকে নেওয়ার কারণেই মূলত পরিমনি পড়ে যান।  এর আগে আজ সকাল ৮টা ২৫ মিনিটে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top