এবার শীতে আসতে চলেছে দেবের প্রধান। আর তাতে দেবের সাথে জুটি বেধেঁছে সৌমিতৃষা কুণ্ড। এই ছবির হাত ধরেই বড়ো পর্দায় ডেবিউ করতে চলেছেন পর্দার মিঠাই। এতদিন তাঁকে জি বাংলার পর্দায় মিঠাই চরিত্রে দেখা গিয়েছিল। এখন তিনি দেবের নায়িকা। দেবের বিপরীতে, তাঁর ছবির হাত ধরেই টলিউডে অভিষেক হবে তাঁর। ইতিমধ্যেই এই ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে। তারপরই দেবকে নিয়ে বিশেষ পোস্ট দিলেন অভিনেত্রী।
এদিন সৌমিতৃষা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁদের শুটিং শেষের একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে জড়িয়ে আছেন দেব। পাশে পরিচালক অভিজিত্ সেন। এই ছবিটি পোস্ট করেন অভিনেত্রী লেখেন, ‘শুটিং শেষ হল। প্রধান টিমের সঙ্গে কাটানো দিনগুলো আমি সবসময় মনে রাখব। দেব একজন অত্যন্ত ভালো সহ অভিনেতা। তাঁর সঙ্গে কাজ করার মজাই আলাদা। সবটার জন্য ধন্যবাদ।’ অভিনেত্রীর এই পোস্ট শেয়ার করেছেন দেবও।
আরও পড়ুনঃ প্রাক্তনের বাড়িতে দিওয়ালী পার্টিতে, তবে কী মিটছে কার্তিক-সারার দূরত্ব?
বৃহস্পতিবার দেব প্রধান ছবির সেট থেকে একাধিক ছবি পোস্ট করে জানান যে তাঁদের শুটিং শেষ হয়ে গিয়েছে। তিনি লেখেন, ‘শুটিং শেষ। সবটা যদি প্ল্যানমাফিক হয় তাহলে বড়দিনে দেখা হচ্ছে।’ শুক্রবার, ১০ নভেম্বর মুক্তি পাচ্ছে প্রধানের প্রথম পোস্টার। একই সঙ্গে তিনি হ্যাশট্যাগ করে প্রকাশ্যে আনলেন কবে মুক্তি পাচ্ছে এই ছবি। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে প্রধান।
এবারের শীতের ছুটিতে প্রধান ছবিকে কড়া টক্করের মুখে পড়তে হবে। এই ছবির সঙ্গে একই দিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত ডঙ্কি। বাদ যাবে না প্রভাস অভিনীত সালার। অন্যদিকে বাংলায় আসছে কাবুলিওয়ালা, যমালয়ে জীবন্ত ভানু সহ একাধিক ছবি। ফলে এবারের বড়দিনের ছুটি যে দারুণ উপভোগ্য হতে চলেছে সেটা স্পষ্ট।
প্রধান ছবিতে দেবকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। তাঁর আছেন সৌমিতৃষা কুণ্ডু। এছাড়াও এখানে আছেন সোহম চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর। অভিজিত্ সেন ছবিটির পরিচালনা করেছেন। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের প্রযোজনায় আসবে এই ছবি। প্রধান ছবিতে দেবকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। তাঁর আছেন সৌমিতৃষা কুণ্ডু। এছাড়াও এখানে আছেন সোহম চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর। অভিজিত্ সেন ছবিটির পরিচালনা করেছেন। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের প্রযোজনায় আসবে এই ছবি।