বল বিকৃতি কান্ডে অভিযুক্ত হতে পারেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস

বল বিকৃতি কান্ডে অভিযুক্ত হতে পারেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস

ফের ক্রিকেটের ময়দানে হতে পারে বল বিকৃতি কাণ্ড। আর এবার বল বিকৃতি কাণ্ডে নজরে নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেট দলের সদস্য হেনরি নিকোলস। ঘরোয়া ক্রিকেটে তাঁর বিরুদ্ধেই উঠল বিধিভঙ্গের অভিযোগ। একটি ফুটেজে ধরা পড়েছে এই ছবি। আম্পায়াররা ইতিমধ্যেই ফুটেজ সহ অভিযোগ জানিয়েছে নিকোলসের বিরুদ্ধে। জানা গিয়েছে, প্লাঙ্কেট শিল্ডের ক্যান্টারবাড়ি প্রভিন্স ও অকল্যান্ড ম্যাচ চলাকালিন নিজের হেলমেটে বল ঘষেছিলেন নিকোলস।

 

সম্প্রতি নিউজিল্যান্ডের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, টেস্ট ক্রিকেট দলের সদস্য হেনরি নিকোলস। ঘরোয়া ক্রিকেটে তাঁর বিরুদ্ধেই উঠল বিধিভঙ্গের অভিযোগ। একটি ফুটেজে ধরা পড়েছে এই ছবি। আম্পায়াররা ইতিমধ্যেই ফুটেজ সহ অভিযোগ জানিয়েছে নিকোলসের বিরুদ্ধে। জানা গিয়েছে, প্লাঙ্কেট শিল্ডের ক্যান্টারবাড়ি প্রভিন্স ও অকল্যান্ড ম্যাচ চলাকালিন নিজের হেলমেটে বল ঘষেছিলেন নিকোলস।

আরও পড়ুনঃ শেষ ‘প্রধান’ -এর শুটিং, দেবের জন্য বিশেষ বার্তা পর্দার মিঠায়ের

২০১৮ সালে এই বল বিকৃতি কান্ড মাথা চাড়া দিয়ে উঠেছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে বল বিকৃতি করে নির্বাসনের মুখে পড়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। এক বছর তাঁদের মাঠের বাইরে থাকতে হয়। যদিও পরে স্বমহিমায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন ২ জনেই। কিন্তু ক্যামেরন ব্যানক্রফট আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে আর ফিরতে পারেননি। ঘরোয়া ক্রিকেট খেললেও দেশের জার্সিতে তাঁকে সেভাবে আর দেখা যায় না এখন।

 

অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কাণ্ডের পর প্রাক্তন উইকেট কিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছিলেন, এই ঘটনা তাঁদের ক্রিকেট ইতিহাসে চিরকাল ক্ষত হয়ে থেকে যাবে। পাশাপাশি এটাও বলেছেন, ”যারা জড়িত ছিল তাদের পরিচয় ঠিক ধরা পড়বে। অনেকেই এই ঘটনাকে ধমাচাপা দিয়ে রেখেছিল। ক্রিকেট অস্ট্রেলিয়াই এর জন্য দায়ী। তখন এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ধরে তিনজন ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছিল। বাকিরা কেউ জানত না! বোর্ডের উচিত ছিল আরও ভাল করে খুঁটিয়ে তদন্ত করা।”

 

প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক মাইকেল ক্লার্ক ব্যানক্রফ্টের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মতে, বোলাররা বল বিকৃতির কথা জানতেন না, এটা কার্যত অসম্ভব। ক্লার্ক বলেছেন, ”আমার ব্যাটে সামান্য একটা পেন দিয়ে যেখানে খুশি আঁচড় কাটুন, সেটা আমি বুঝতে পারব। বোলাররা সেখানে বলটা হাতে নিয়ে বোলিং করেছে। ওরা সেটার কোনও পরিবর্তন সম্পর্কে জানবে না, এটা হতেই পারে না।”

en.wikipedia.org