সুভাষ উৎসবের মধ্য দিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করল সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়া। সোমবার সিতাইয়ে চারদিন ব্যাপী সুভাষ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক উল্লেখ করেন, এই উৎসব সিতাইয়ের সর্বস্তরের তৃণমূল কর্মীদের কাছে গর্বের। ব্লকের সুভাষ অনুরাগী মানুষ এই উৎসবের জন্য এক বছর অপেক্ষা করে থাকেন।
এই উৎসব উপলক্ষে সোমবার সিতাই তামাকের হাট থেকে বর্ণাঢ্য রেলি বের হয়। সেই রেলি শেষ হয় সিতাই মিনি স্টেডিয়ামে গিয়ে। র্যালিতে কয়েক হাজার মানুষ অংশ নেয়। এই মিছিলের মধ্য দিয়ে আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করলাম।
এই দিনের এই র্যালিতে যেভাবে দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নিয়েছে তাতে পরিষ্কার এখানে বিরোধীদের কোন অস্তিত্ব নেই। বিজেপি থেকে শুরু করে বামেরা এমনকি কংগ্রেস দলের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। বিধায়কের এই বক্তব্যকে কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব।
বিজেপির কোচবিহার জেলা কমিটির সদস্য জয়দীপ ঘোষ জানান, সন্ত্রাস করে ভয়-ভীতি প্রদর্শন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে তৃণমূল। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কর্মীরা লড়াই করতে প্রস্তুত। পুলিশ যদি নিরপেক্ষ থাকে তাহলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না।
এ দিন বর্ণাঢ্য রেলি সিতাই মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর পাশাপাশি স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, মহিলা তৃণমূলের সভানেত্রী তথা সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া, তৃণমূলের সিতাই ব্লক সভাপতি মুক্তিপদ মন্ডল, যুব তৃণমূলের ব্লক সভাপতি বিশু রায় প্রামানিক, অনিমেষ বসুনিয়া, অনিমেষ ভট্ট প্রমূখ।
এদিকে এদিন দিনহাটা শহরের সংহতি ময়দানে নেতাজির জন্ম উৎসব কমিটির পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশু ধর ।
এদিন ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে দিনহাটার শহরের পাঁচ মাথার মোড় ছাড়াও নাজিরহাট সহ বিভিন্ন জায়গায় নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ছাড়াও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা আব্দুর রউফ, বিকাশ মণ্ডল, শ্যামল ধর, অমিত মিত্র সহ অনেকেই। ফরওয়ার্ড ব্লক নেতা আব্দুর রউফ জানান, দলের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন ছাড়াও দিনটিকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণার দাবিতে দলের আন্দোলন চলবে।
পাশাপাশি দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। এদিন দিনহাটার বয়েজ রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে নেতাজির প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ছাড়াও সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন নেতাজি কোচিং সেন্টারের পক্ষ থেকেও বর্ণাঢ্য শোভাযাত্রা দিনহাটা শহর পরিক্রমা করে।