সপ্তাহান্তে আবহাওয়া বদলের পূর্বাভাস আগেই দিয়েছিল হাওড়া অফিস। সেই মতো শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টির দাপট। চলবে আগামীকাল অবধি। শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। শনিবার সকালে কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে বৃষ্টির দাপট বৃদ্ধি পেয়েছে। ভোরের দিকে কোথাও কোথাও মুষলধারে বৃষ্টিও হয়েছে। আপাতত দু’দিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি রয়েছে। সেই কারণেই শনি এবং রবিবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের
শনিবার ও রবিবার তো ছুটির দিনই, তবে পুজোর আগে এই সপ্তাহে সোমবারের ছুটিটা বারতি পাওনা। ২ অক্টোবর গান্ধী জয়ন্তি উপলক্ষে এবার একটা লম্বা ছুটি পাওয়া গেছে। পুজোর আগে এটা কেনাকাটা বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট। তবে এই উইকেন্ডেও বাদ সাধল বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের মোট ১০টি জেলায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় আছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। এই দিন দক্ষিণের অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।
উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে রবিবার থেকে। প্রায় প্রতিটি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। মঙ্গলবার থেকে উত্তরের প্রতি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তা সুস্পষ্ট নিম্নচাপের আকার নিতে পারে। নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিমে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা প্রবল। নিম্নচাপের কারণে সাগরের উপর ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনি এবং রবিবার মত্স্যজীবীদের সমুদ্রযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা প্রবল। নিম্নচাপের কারণে সাগরের উপর ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনি এবং রবিবার মত্স্যজীবীদের সমুদ্রযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।