মেলেনি ট্রেন, অবশেষে বাসে করেই দিল্লির পথে তৃণমূল

মেলেনি ট্রেন, অবশেষে বাসে করেই দিল্লির পথে তৃণমূল

আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লির ধর্ণা মঞ্চে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের কর্মসূচির জন্য আজই দিল্লির উদ্দেশ্যে রওনা হবে তর্ণমূল কংগ্রেসের সমর্থকেরা। তবে দিল্লিতে যাওয়ার আগে ফের বিপত্তি। মেলেনি ট্রেন। তাই শেষ মুহূর্তে তাই বাসে করেই দিল্লি যাওয়ার পথে তৃণমূল। ইতিমধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হচ্ছে একের পর এক বাস। সারা ভারতে চলাচলের অনুমতি রয়েছে এমনই প্রায় ৫০টি বাস আনা হচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর। প্রতি বাসে প্রায় ৭০টি সিট থাকছে। এছাড়াও থাকছে স্লিপার ফেসিলিটি। আয়োজকদের দাবি, প্রত্যেকেই আরামে দিল্লিতে পৌঁছেতে পারবেন। প্রতিবাসে থাকবেন একজন করে চিকিৎসক। সঙ্গে থাকবে সম্পূর্ণ মেডিক্যাল দল।

আরও পড়ুনঃ উইকেন্ড জুড়ে বৃষ্টি, কোথায় কোথায় সতর্কতা জারি করল হাওয়া অফিস

ট্রেন না পেয়ে সড়কপথেই দিল্লি যাওয়ার পরিকল্পনা করেছে তৃণমূল নেতৃত্ব। সেক্ষেত্রে বাসে করে প্রায় ১,৬০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের। জেলা অনুযায়ী বাস বরাদ্দ করা হচ্ছে। কলকাতা থেকে আসানসোল, ধানবাদ, বারাণসী, কানপুর ও আগ্রা হয়ে দিল্লি পৌঁছবে বাসগুলি। ইতিমধ্যেই প্রচুর পরিমান তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত হয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

 

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা এবং ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগে আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে প্রতিবাদ ও ধরনা কর্মসূচির ডাক দেয় তৃণমূল। রাজ্যের ১০০ দিনের কাজের শ্রমিক ও জব কার্ড হোল্ডারদের দিল্লিতে দিয়ে গিয়ে ধরনা কর্মসূচির ডাক দেয় শাসকদল। নিজেদের জব কার্ড হাতে নিয়েই দিল্লিতে যাবেন শ্রমিকরা।

 

তৃণমূলের দাবি, এর জন্য ট্রেন বুক করা হলেও শেষ পর্যন্ত তা বাতিল করা করেছে রেল। এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, টাকা জমা নিয়েও শেষ মুহূর্তে ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে। প্রমাণ হিসেবে রেলের পাঠানো ইমেলও সাংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন তিনি। এরপরেই তাঁর দাবি, ট্রেন বাতিল করে তৃণমূলকে আটকানো যাবে না। বিকল্প ব্যবস্থা করা হবে। বাংলার বঞ্চিত মানুষের কণ্ঠস্বর দিল্লিতে পৌঁছবেই বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক।

 

তৃণমূলের এই শীর্ষ নেতা জানান, নিয়ম মেনে গত ২৩ সেপ্টেম্বর বিশেষ ট্রেনের জন্য আইআরসিটিসি-র কাছে আবেদন করা হয়েছিল। তারপরেও যাত্রার একদিন আগে হঠাৎ করেই রেল কর্তৃপক্ষ তৃণমূলের আবেদন খারিজ করে দেয়। একইসঙ্গে অভিষেক বলেন, ‘প্রতিহিংসাপরায়ণ হয়ে মোদী সরকার এই কাজ করেছে, যে কোনওভাবে দিল্লি যাব, একজন সাধারণ শ্রমিকের গায়েও হাত পড়লে তার ফল মারাত্মক হবে।’ অন্যদিকে পূর্বরেলের অবশ্য দাবি, রেলের কাছে বিশেষ ট্রেনের জন্য কোনওরকম আবেদন করা হয়নি।

en.wikipedia.org