Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
অশান্তির খবর জানানো যাবে ইমেইল ও ফোনে,

‘পিস রুম’ খুলল রাজভবন, অশান্তির খবর জানানো যাবে ইমেইল ও ফোনে,

‘পিস রুম’ খুলল রাজভবন, অশান্তির খবর জানানো যাবে ইমেইল ও ফোনে,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘পিস রুম’ খুলল রাজভবন, অশান্তির খবর জানানো যাবে ইমেইল ও ফোনে, পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিন ঘোষণার পর থেকেই অশান্ত হয়ে উঠেছে রাজ্য। মনোনয়ন পর্বে ঝরেছে রক্ত। এখনও বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। এবার এই পরিস্থিতির মোকাবিলায় বিশেষ পদক্ষেপ করল রাজভবন। রাজভবনে খোলা হল ‘পিস রুম’ (Peace Room)। মূলত, ভোট সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ জানতে এবং সেগুলির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতেই রাজভবনে (Raj Bhavan)খোলা হয়েছে সাহায্য কক্ষ। যার নাম দেওয়া হয়েছে ‘পিস রুম’। যে কেউ ‘পিস রুম-এ অভিযোগ জানাতে পারবেন এবং তার পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রাজভবনের তরফে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনারের কাছে সমস্যাগুলি পাঠানো হবে।

 

 

 

 

 

প্রসঙ্গত, সি.ভি আনন্দ বোস বাংলায় রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসার পর থেকেই রাজ্যের সমস্ত ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। রাজ্যে কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটলেই সেখানে তিনি নিজে ছুটে যান। এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি যে কোনও অশান্তি কড়া হাতে দমন করার বার্তা দিয়েছেন। এবার পঞ্চায়েত ভোট নিয়ে হিংসার ঘটনাতেও বিশেষ পদক্ষেপ করলেন তিনি।

 

 

আরও পড়ুন – গেরুয়া শিবিরের ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালিত হবে রাজভবনে ,

 

 

 

রাজভবন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচন ঘিরে বাংলায় বিভিন্ন অশান্তি ও হিংসার ঘটনার অভিযোগ প্রতিদিনই উঠছে। নাগরিকদের সাহায্য করতেই ‘পিস রুম’ খুলল রাজভবন। এবার সরাসরি নাগরিকেরা তাঁদের অভিযোগ রাজ্যপালকে জানাতে পারবেন। ফোন করে বা ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। ‘পিস রুম’-এর ফোন নম্বর হল, 03322001641 আর ইমেইল আইডি হল, OSD2w.b.governor@gmail.com।

 

 

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top