জেলাশাসককে মাইক ছুড়ে মারলেন মুখ্যমন্ত্রী! দেখুন ভিডিয়ো,

জেলাশাসককে মাইক ছুড়ে মারলেন মুখ্যমন্ত্রী! দেখুন ভিডিয়ো,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জেলাশাসককে মাইক ছুড়ে মারলেন মুখ্যমন্ত্রী! দেখুন ভিডিয়ো, মাস পাঁচেক পর ভোট। এদিকে ঘরেই বসে রয়েছেন ‘বিভীষণ’ সচিন পাইলট। শীর্ষ নেতৃত্বের চাপে, দিন কয়েক আগে তার সঙ্গেই হাত মেলাতে হয়েছে। এই চাপের পরিস্থিতিতে মেজাজ কি আর নিয়ন্ত্রণে থাকে? এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে মাইক কাজ না করায় তেলে বেগুনে জ্বলে উঠলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মেজাজ হারিয়ে মাইক্রোফোন ছুড়ে মারলেন বারমের জেলার জেলাশাসকের দিকে। আর সরকারি আধিকারিকের সঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী এই দুর্ব্যবহারের ঘটনা বন্দি হয়েছে এক ভিডিয়োতে। শনিবার (৩ জুন), এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

 

 

 

 

 

 

 

শুক্রবার অবশ্য ওই একবার নয়, বারবারই মেজাজ হারিয়েছেন। যে মহিলাদের সঙ্গে তিনি কথা বলছিলেন, তাঁদের পিছনে কিছু লোক এসে জড়ো হয়েছিলেন। সূত্রের খবর, তাঁদের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখেও রেগে যান অশোক গেহলট। তাঁদের সেখান থেকে বেরিয়ে যেতে বলেন তিনি এবং পুলিশ সুপারের খোঁজ করতে থাকেন। তিনি বলেন, “এসপি কোথায়? এসপি, কালেক্টর দুজনেই একরকম বলে মনে হচ্ছে।” সরকারি আধিকারিকদের উপর চটে গেলেও, ওই মহিলাদের সঙ্গে কথা বলে শান্ত হন রাজস্থানের মুখ্যমন্ত্রী। কারণ, ওই মহিলারা মুখ্যমন্ত্রীকে জানান, তাঁরা নিয়মিত বিভিন্ন সরকারি প্রকল্পগুলির সুবিধা পান। অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান দক্ষিণা বৃদ্ধির জন্যও তাঁকে ধন্যবাদ জানান তাঁরা।

 

 

আরও পড়ুন –  মাথায় হাত সাধারণ মানুষের! বিদ্যুতের দাম বাড়ছে অসমে,

 

 

 

 

 

 

 

 

 

 

 

জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে, বারমের সার্কিট হাউসে। দুদিনের সফরে বারমের জেলায় এসেছিলেন অশোক গেহলট। রাতে, একদল মহিলার সঙ্গে বার্তালাপ করছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তাঁরা পাচ্ছেন কিনা, সেই প্রকল্প নিয়ে তাঁদের কী ভাবনা চিন্তা এইসব তথ্য সংগ্রহ করছিলেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী যখন ওই মহিলাদের সঙ্গে কথা বলতে যান, সেই সময় তাঁর হাতে থাকা মাইকটি খারাপ হয়ে যায়। আওয়াজ না বের হওয়ায়, স্পষ্টতই রেগে যান তিনি। এরপরই পাশে থাকা বারমেরের জেলাশাসকের দিতে ছুড়ে মারেন তিনি। জেলাশাসককে দেখা যায়, মাটি থেকে মাইকটি তুলে রাখতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top