Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
নায়কের চুম্বন নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য রবিনার

নায়কের চুম্বন নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য রবিনার

নায়কের চুম্বন নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য রবিনার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
নায়কের চুম্বন নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য রবিনার

পার করে ফেলেছেন জীবনের ৪৮ টি বছর। তবুও বয়স তাঁর মুখের রেখায় কোনও জটিল অঙ্ক কষতে পারেনি।  দু’দশক পরও রবিনা ট্যান্ডনের বর্ষণসিক্ত লাস্য বিন্দুমাত্র কম হয়নি। রবিনার ফিটনেস এবং সৌন্দর্যের রহস্য জেনে অবাক না হয়ে উপায় নেই। ‘৯০-এর জনপ্রিয় অভিনেত্রী তিনি। কর্মজীবনে একাধিক হিট ছবির নায়িকা।

আরও পড়ুনঃ আধার জালিয়াতি রুখতে কেন্দ্রীয় সংস্থাকে চিঠি সিআইডির

বেশ কিছু বছর বিরতির পর সম্প্রতি ওটিটি-তে ফিরেছেন রবিনা। সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে নিজের সুদীর্ঘ কেরিয়ারের শর্ত নিয়ে কথা বলেছেন নায়িকা। লাস্যময়ী অবতারে পর্দায় হাজির হলেও রবিনা কখনও সহ-অভিনেতাকে পর্দায় চুম্বন করেননি। কারণ কী? অভিনেত্রী এই প্রসঙ্গে তাঁর মতামত জানিয়েছেন।

 

নায়িকাকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, চুম্বন-দৃশ্যে তিনি কখনওই স্বচ্ছন্দ ছিলেন না। রবিনা নিজেই বলেন, ‘মনে আছে এক বার একটি ঘনিষ্ঠ দৃশ্যে এক অভিনেতার সঙ্গে অসতর্কতায় আমার ঠোঁট স্পর্শ করে। কিন্তু তখন কিছু করার ছিল না। পরে শটের পর আমার ঘরে ফিরে আমি বমি করে ফেলি। কারণ ওই ঘটনা মনে করেই আমার অস্বস্তি হচ্ছিল।’ চুম্বন-দৃশ্যে তিনি কখনওই স্বচ্ছন্দ ছিলেন না। রবিনা নিজেই বলেন, ‘মনে আছে এক বার একটি ঘনিষ্ঠ দৃশ্যে এক অভিনেতার সঙ্গে অসতর্কতায় আমার ঠোঁট স্পর্শ করে। কিন্তু তখন কিছু করার ছিল না। পরে শটের পর আমার ঘরে ফিরে আমি বমি করে ফেলি। কারণ ওই ঘটনা মনে করেই আমার অস্বস্তি হচ্ছিল।’

 

লিউডের অন্দরমহলে যাঁদের যাতায়াত, তাঁদের সূত্রে জানা গিয়েছিল, অক্ষয় এবং রবিনার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছু দিন ধরে সেই সম্পর্ক চলার পরে, তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু প্রেম শেষ পর্যন্ত বিয়ের দিকে এগোয়নি। কোনও এক কারণে সেই প্রেম ভেঙে যায়। অনেকে বলেন, এর পিছনে কারণ ছিলেন শিল্পা শেঠি। যদিও কোন নায়কের ঠোঁট সেদিন ছুঁয়েছিল রবিনার ঠোঁট তা বলেননি নায়িকা। অন্দরমহলে যাঁদের যাতায়াত, তাঁদের সূত্রে জানা গিয়েছিল, অক্ষয় এবং রবিনার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছু দিন ধরে সেই সম্পর্ক চলার পরে, তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু প্রেম শেষ পর্যন্ত বিয়ের দিকে এগোয়নি। কোনও এক কারণে সেই প্রেম ভেঙে যায়। অনেকে বলেন, এর পিছনে কারণ ছিলেন শিল্পা শেঠি। যদিও কোন নায়কের ঠোঁট সেদিন ছুঁয়েছিল রবিনার ঠোঁট তা বলেননি নায়িকা।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top