Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
আবারও পেছালো সালার মুক্তির তারিখ, কবে মুক্তি প্রভাস অভিনীত

আবারও পেছালো সালার মুক্তির তারিখ, কবে মুক্তি প্রভাস অভিনীত সালার?

আবারও পেছালো সালার মুক্তির তারিখ, কবে মুক্তি প্রভাস অভিনীত সালার?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আবারও পেছালো সালার মুক্তির তারিখ, কবে মুক্তি প্রভাস অভিনীত সালার?

আবারও পেছালো সালার মুক্তির তারিখ, কবে মুক্তি প্রভাস অভিনীত সালার? প্রভাস (Prabhas) ও শ্রুতি হাসান (Shruti Hassan) অভিনীত ‘সালার পার্ট ১: সিজফায়ার’ (Salaar Part 1: Ceasefire) মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছর নভেম্বর মাসে। কিন্তু ফের পিছিয়ে দেওয়া হল সেই মুক্তির তারিখ। ছবির নির্মাতাদের তরফ থেকে ট্য়ুইট করে জানানো হয়েছে যে কিছু কারণের জন্য় ২৮ সেপ্টেম্বর মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে।

 

উল্লেখ্য়, গত ৬ জুলাই প্রকাশ্যে আসে ‘সালার’ ছবির টিজার। তবে সেখানে দেখা যায়নি প্রভাসের মুখ। কেবল পাশ থেকে দেখা যায় ছবির নায়কের ঝলক। প্রায় ২ মিনিটের টিজারে পরিচালক ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছেন ছবির ভাবনাকে। সেখানে অবশ্য সিংহভাগ জুড়ে দেখা যায় বলিউডের বর্ষীয়ান অভিনেতা টিনু আনন্দকে। অ্যাকশন থাকলেও, প্রকাশ্যে আসেননি প্রভাস। সেই সময় অনেকেই মনে করেন, যে হয়তো প্রভাসের লুকে আরও কিছু চমক রয়েছে। সেটা ক্রমশ প্রকাশ্য। এই ছবিতে প্রভাস ছাড়াও দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন (Prithviraj Sukumaran), শ্রুতি হাসান (Shruti Haasan) ও জগপতি বাবু (Jagapathi Babu)-কে।

আরও পড়ুনঃ ফের নিপা ভাইরাস আতঙ্কে দেশ, কেরলে নিপার কোপে মৃত ২

যদিও প্রভাসের লুক প্রকাশ্যে না আসায় অনেকে আবার মনে করেন, ‘আদিপুরুষ’-এর লুক নিয়ে যে বিপুল চর্চা হয়েছে, তারই ফলে এই সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা। সেই ছবির টিজার প্রকাশ্যে আসার পরেই বিরোধিতা শুরু হয়েছিল। তখন নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে দিয়ে, গ্রাফিক্স নিয়ে কাজ করেছিলেন। তবে আটকানো যায়নি বিতর্ক। ছবি মুক্তির পরে চূড়ান্ত বিতর্কের মুখে পড়েছিল ‘আদিপুরুষ’। অনেকেই মনে করছিলেন, বিতর্কের আঁচ না কমার ফলেই সম্ভবত প্রভাসের লুক আড়ালেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

 

জানা গিয়েছে, হিংস্র চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। যা তাঁর সিনেমার কেরিয়ারে এই প্রথম। বাহুবলী অভিনেতা অসাধারণ কিছু মারামারি দৃশ্যে অভিনয় করেছেন। তেলেঙ্গানায় যার একটা অংশ শ্যুট হয়েছে। সূত্রের খবর, এই ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম।

 

কিছুদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ওম রাউত (Om Raut) পরিচালিত এবং প্রভাস (Prabhas), কৃতী শ্যানন (Kriti Sanon), সেফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ছবি ‘আদিপুরুষ’ (Adipurush)। কিন্তু মুক্তির দিন থেকেই একের পর এক বিতর্কের উদ্রেক করেছে এই ছবি। বিপুলভাবে সমালোচিতও হয়েছে।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top