বিশ্ব বাজারে প্রিমিয়াম সেগমেন্টের তিনটি নতুন ফোন আনল Samsung

বিশ্ব বাজারে প্রিমিয়াম সেগমেন্টের তিনটি নতুন ফোন আনল Samsung। কোম্পানির ফ্ল্যাগশিপ সিরিজের নতুন ফোনগুলি লঞ্চ হয়েছে। Samsung Galaxy S23 ছাড়াও লঞ্চ হয়েছে Samsung Galaxy S23+ ও Samsung Galaxy S23 Ultra। Galaxy Unpacked ইভেন্ট থেকে এই ফোনগুলি গোটা বিশ্বের সামনে এনেছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। ফ্ল্যাগশিপ সিরিজের লেটেস্ট ফোনগুলিতে থাকছে Snapdragon 8 Gen 2 চিপসেট। সঙ্গে পাবেন Dynamic AMOLED 2X ডিসপ্লে। নতুন ফোনগুলির দাম কত? কী ফিচার্স থাকছে? দেখে নিন –

 

Samsung Galaxy S23, Samsung Galaxy S23+ ও Samsung Galaxy S23 Ultra: দাম
ভারতে Galaxy S23-র দাম শুরু হচ্ছে 74,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 8 GB RAM + 128 GB স্টোরেজ। 8 GB RAM + 256 GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 79,999 টাকা। ফ্যান্টম ব্ল্যাক, ক্রিম, গ্রিন ও ল্যাভেন্ডার কালারে বিক্রি হবে Galaxy S23।

 

 

Galaxy S23+ -এর দাম শুরু হচ্ছে 94,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে রয়েছে 8 GB RAM + 256 GB স্টোরেজ। 8 GB RAM + 512 GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 1,04,999 টাকা। ফ্যান্টম ব্ল্যাক ও ক্রিম কালারে এই ফোন বিক্রি করবে Samsung।

 

 

এদিকে 12 GB RAM + 256 GB স্টোরেজে Galaxy S23 Ultra কিনতে খরচ হবে 1,24,999 টাকা। 12 GB RAM + 512 GB স্টোরেজে এই ফোনের দাম 1,34,999 টাকা। টপ ভেরিয়েন্টে থাকছে 12 GB RAM + 1 TB স্টোরেজ। সেই ফোন কিনতে 1,54,999 টাকা খরচ হবে। ফ্যান্টম ব্ল্যাক, ক্রিম ও গ্রিন কালারে পাওয়া যাবে Galaxy S23 Ultra।

 

 

Samsung Galaxy S23: স্পেসিফিকেশন
Samsung Galaxy S23 সিরিজের সব ফোনেই Android 13 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির One UI 5.1 স্কিন। Samsung Galaxy S23 – তে 6.1 ইঞ্চি FHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে। এই ডিসপ্লেতে পাবেন 120 Hz রিফ্রেশ রেট। এই ফোনে Snapdragon 8 Gen 2 চিপসেট থাকছে। সঙ্গে 8 GB RAM থাকছে।

 

 

Samsung Galaxy S23-র পিছনে ট্রিপল ক্যামেরায় রয়েছে 50 MP প্রাইমারি সেন্সর। সঙ্গে 12 MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকছে। এছাড়াও 10 MP টেলিফটো ক্যামেরা দিয়েছে Samsung। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 12 MP ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে 3,900 mAh ব্যাটারির সঙ্গে রয়েছে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট।

 

 

Samsung Galaxy S23+: স্পেসিফিকেশন
Samsung Galaxy S23+ -এ থাকছে 6.6 ইঞ্চি FHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে। সেখানে 120 Hz রিফ্রেশ রেটের সঙ্গে পাবেন 240 Hz টাচ স্যামপ্লিং রেট। এই ফোনেও থাকছে Snapdragon 8 Gen 2 চিপসেট। Samsung Galaxy S23 – র ক্যামেরাই ব্যবহার হয়েছে এই ফোনেও। থাকছে 4,700 mAh ব্যাটারি। সঙ্গে 45 W ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন।

 

Samsung Galaxy S23 Ultra: স্পেসিফিকেশন
এই ফোনে 6.8 ইঞ্চি Edge QHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে দিয়েছে Samsung। Snapdragon 8 Gen 2 প্রসেসরের সঙ্গে এই ফোনে রয়েছে 12 GB RAM।

 

আরও পড়ুন গাড়ি ভাঙার কারখানা কোথায় ? বাজেটের পর সেই প্রশ্ন উস্কে দিলো

 

Samsung Galaxy S23 Ultra-র পিছনে রয়েছে 200 MP প্রাইমারি ক্যামেরা। সঙ্গে 12 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 10 MP 3X টেলিফটো ক্যামেরা থাকছে। এছাড়াও একটি 10 MP 10X টেলিফটো ক্যামেরা থাকছে। সেলফির জন্য থাকছে 12 MP ক্যামেরা। এই ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে 45 W ফাস্ট চার্জিং ও 15 W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকছে।

 

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube)