সারা বাংলা বাউল লোকশিল্পী মিলন উৎসব

সারা বাংলা বাউল লোকশিল্পী মিলন উৎসব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সারা বাংলা বাউল লোকশিল্পী মিলন উৎসব। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর রেল স্টেশন সংলগ্ন উত্তরবাজার এলাকায় শুরু হলো চার দিন ব‍্যাপী সপ্তম বর্ষ সারা বাংলা বাউল লোকশিল্পী মিলন উৎসব। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় রাষ্ট্রায়ত্ত্ব ব‍্যাংকের স্থানীয় শাখার ম‍্যানেজার বিশ্বদীপ চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলন পূর্ণ চন্দ্র দাস বাউল, নিতাই মহান্ত বাউল, সমর কর বাউল প্রমুখ।

 

আয়োজক সংগঠন অমৃত বাউল লোকগান প্রসার সমিতি রাজ‍্য কমিটির সম্পাদক মণিমোহন দাস জানান, দুই বাংলার লোকশিল্পীগণ এই অনুষ্ঠানে যোগ দেবেন। প্রায় ২০০ জন শিল্পী অংশগ্রহণ করবে। প্রতিদিন দুপুর ২ ঘটিকা থেকে রাত্রি ১০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠান চলবে।

 

চারদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষ্যে আজ অনুষ্ঠিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্থানীয় প্রবীণ সাংবাদিক নূর আহামেদ ও পার্থসখা অধিকারী। রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। দেবীপুর উত্তর স্টেশন বাজার ব্যবসায়ীদের পক্ষে পুলক বণিক জানান বাউল মেলায় অন‍্যান‍্য দিন থাকছে ছোটোদের ক‍্যুইজ এবং অঙ্কন প্রতিযোগিতা।

আরও পড়ুন – ধূপগুড়িতে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি

উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর রেল স্টেশন সংলগ্ন উত্তরবাজার এলাকায় শুরু হলো চার দিন ব‍্যাপী সপ্তম বর্ষ সারা বাংলা বাউল লোকশিল্পী মিলন উৎসব। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় রাষ্ট্রায়ত্ত্ব ব‍্যাংকের স্থানীয় শাখার ম‍্যানেজার বিশ্বদীপ চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলন পূর্ণ চন্দ্র দাস বাউল, নিতাই মহান্ত বাউল, সমর কর বাউল প্রমুখ। আয়োজক সংগঠন অমৃত বাউল লোকগান প্রসার সমিতি রাজ‍্য কমিটির সম্পাদক মণিমোহন দাস জানান, দুই বাংলার লোকশিল্পীগণ এই অনুষ্ঠানে যোগ দেবেন।

 

প্রায় ২০০ জন শিল্পী অংশগ্রহণ করবে। প্রতিদিন দুপুর ২ ঘটিকা থেকে রাত্রি ১০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠান চলবে। চারদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষ্যে আজ অনুষ্ঠিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্থানীয় প্রবীণ সাংবাদিক নূর আহামেদ ও পার্থসখা অধিকারী। রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। দেবীপুর উত্তর স্টেশন বাজার ব্যবসায়ীদের পক্ষে পুলক বণিক জানান বাউল মেলায় অন‍্যান‍্য দিন থাকছে ছোটোদের ক‍্যুইজ এবং অঙ্কন প্রতিযোগিতা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top