রাখী বলে ডাকতেই প্রতিবাদ করলেন,রাখী নাম ত্যাগ করলেন শেষে…আদিলের স্ত্রী হয়েই থাকতে চান?

রাখী বলে ডাকতেই প্রতিবাদ করলেন,রাখী নাম ত্যাগ করলেন শেষে…আদিলের স্ত্রী হয়েই থাকতে চান?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাখী বলে ডাকতেই প্রতিবাদ করলেন,রাখী নাম ত্যাগ করলেন শেষে…আদিলের স্ত্রী হয়েই থাকতে চান? রাখী সাওয়ান্ত, বলিপাড়ার এক জনপ্রিয় নাম। যা শোনা মাত্রই একশ্রেণী ড্রামা কুইন বলে সম্বোধন করে থাকেন। তবে এবার থেকে আর তাঁকে ডাকা যাবে না এই নামে। সম্প্রতি এমনটাই সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী। বর্তমানে আদিল দুরানি খানের সঙ্গে তাঁর বিবাহ ভাঙনের পথে। যদিও বিবাহ বিচ্ছেন প্রসঙ্গে কেউ কোনও খবর প্রকাশ্যে আনেননি। একদিকে যেমন এই খবর ঠিক, তেমনই অন্যদিকে বিবাহ সম্পর্কে রীতিমত নাজেহাল হওয়ার কথা প্রকাশ্যে এনে গত কয়েকমাসে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন তিনি। এবার মক্কা থেকে উমরাহ সেরে ফিরলেন রাখী। সাদা পোশাকে সম্পূর্ণ দেহ ঢাকা এ কোন রাখী? দেখা মাত্রই শুরু হল পুষ্প বৃষ্টি। পাশাপাশি তাঁকে মালা পরিয়ে স্বাগত জানালেন ভক্তরা।

 

 

 

 

 

যদিও আদিল এ সব নিয়ে ভাবতে নারাজ। কারণ তিনি সাংবাদিক বৈঠকে রাখীর নামে একগুচ্ছ অভিযোগ সামনে এনেছিলেন। আদিলের দাবী , রাখির মত মেয়েরা কথা বলার জন্যও ক্ষতিকারক। তাঁর কথায়, “রাখির মত মেয়েরা সব করতে পারে। আমাদের সংবিধান এমনভাবে নারীদের সুরক্ষা দেয়, যেখানে তাঁরা ‘ধর্ষণ’ বলে চিৎকার করে উঠলেও আমাদের (পুরুষদের) গ্রেফতার হতে হয়।”

 

 

 

 

আরও পড়ুন –  দিল্লিতে অবস্থান কর্মসূচি হবেই, বলছে তৃণমূল

 

 

 

 

 

এমনই সময় পাপারাৎজিরা তাঁর সঙ্গে কথা বলার উদ্দেশে রাখী বলে ডাকতেই তিনি প্রতিবাদ করে জানান, রাখী নয়, ফাতেমা বলে ডাকতে। এই নাম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সময় নিয়েছিলেন। আদিলকে বিয়ে করে ধর্মান্তরিত হন রাখী। অতীতেই জানিয়েছিলেন, তিনি নিত্যদিন কোরান পাঠ করেন। তিনি তাঁর ধর্মের প্রতিটা রীতি মেনে চলছেন। তবুও আদিলের তরফ থেকে এই প্রসঙ্গে কোনও মন্তব্যই করা হয়নি। এবার অন্য সুর শোনা গেল রাখীর কণ্ঠে। তিনি জানান, এই ধর্ম তিনি বিবাহসূত্রে গ্রহণ করেছিলেন। তাই পালন করছেন সমস্ত রীতি। তাঁর নিজের ধর্মে কোনও সমস্যাই নেই। শুধু বিবাহসূত্রেই এই সিদ্ধান্ত। আর তিনি এই ধর্মেই থাকতে চান। কারণ তিনি এখনও আদিলের স্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top