Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাক্কর

পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাক্কর

পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাক্কর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাক্কর। পাকিস্তানের আসন্ন নির্বাচনকে সামনে রেখে শেহবাজ শরিফ (Shehbaz Sharif) দিন কয়েক আগেই প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন। এবার শনিবার পাকিস্তানের কেয়ারটেকার মুখ্যমন্ত্রীর নাম ঘোষিত হল। সেনেটর আনোয়ার-উল-হক কাক্কর পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী হলেন। ইতিমধ্যে তাঁর নামে সিলমোহর দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। ফলে বালুচিস্তান প্রদেশের সাংসদ কাক্করের ( Anwaar-ul-Haq Kakar) নেতৃত্বে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

 

 

 

পাকিস্তানের সংবিধান অনুসারে, সংসদের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যেই সাধারণ নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কেয়ারটেকার প্রধানমন্ত্রীর নেতৃত্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নিয়ম মোতাবেক এবছর নভেম্বরের গোড়াতেই পাকিস্তানের সাধারণ নির্বাচন সম্পূর্ণ করতে হবে। শীঘ্রই নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে বলে সূত্রের খবর।

 

 

 

 

 

এদিকে, পাকিস্তানে বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট চলছে। পূর্বতন প্রধানমন্ত্রী ইমরান খান মেয়াদ সম্পূর্ণ করার আগেই ২০২২ সালের এপ্রিলে বিরোধীদের আনা অনাস্থা ভোটে পরাজিত হয়ে পদচ্যুত হন। তারপর প্রধানমন্ত্রীর মসনদে বসেন শেহবাজ শরিফ। কিন্তু, সাধারণ নির্বাচনের সময় চলে আসায় ১ বছর ৪ মাসের মধ্যেই তাঁকে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিতে হল। এর মধ্যে পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রধান ইমরান খানের গ্রেফতারির পর রাজনৈতিক সংকট আরও তীব্রতর হয়েছে। এই পরিস্থিতিতে অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে আনোয়ার-উল-হক কাক্করের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

 

 

আরও পড়ুন – কখন-কোথায়-কবে চাঁদে অবতরণ করবে চন্দ্রযান ৩? জেনে নিন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি

 

 

 

 

জানা গিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং বিরোধী দলনেতা রাজা রিয়াজ যৌথভাবে কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসাবে আনোয়ার-উল-হক কাক্করের নাম ঘোষণা করেছেন। পাক প্রধানমন্ত্রীর অফিসের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী (শেহবাজ শরিফ) এবং বিরোধী দলনেতা যৌথভাবে স্বাক্ষর করে কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসাবে আনোয়ার-উল-হক কাক্করের নাম প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠিয়েছেন। প্রেসিডেন্ট আরিফ আলভিও অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে কাক্করকে অনুমোদন দিয়েছেন বলে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর। অর্থাৎ সাধারণ নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অর্থাৎ পরবর্তী প্রধানমন্ত্রী মসনদে না বসা পর্যন্ত আনোয়ার-উল-হক কাক্করই পাকিস্তানের অর্থ, প্রতিরক্ষা, বিদেশ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি অস্থায়ী মন্ত্রিসভাও গঠন করতে পারেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top