শান্তনু ঠাকুর হাতে দিয়ে বনগাঁ স্টেশনে সূচনা হল চলমান সিঁড়ির, খুশি যাত্রীরা

শান্তনু ঠাকুর হাতে দিয়ে বনগাঁ স্টেশনে সূচনা হল চলমান সিঁড়ির, খুশি যাত্রীরা

শান্তনু ঠাকুর হাতে দিয়ে বনগাঁ স্টেশনে সূচনা হল চলমান সিঁড়ির, খুশি যাত্রীরা । বনগাঁবাসীর দাবি মত বনগাঁ স্টেশনে বসানো হল চলমান সিঁড়ি। রবিবার তার উদ্বোধন করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও শিয়ালদহ ডিভিশনের ডি আর এম দীপক নিগম। এছাড়াও উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার কাউন্সিল দেবদাস মন্ডল ও রেলের আধিকারিকেরা। এই চলমান সিঁড়ি চালু হওয়ায় সব থেকে বেশি সুবিধা হবে বয়স্ক যাত্রীদের। সিঁড়ি চালু হওয়ায় খুশি তারা।

আরও পড়ুনঃ ‘অপারেশন অজয়ে’ দেশে ফিরল আরও ৪৭১ জন ভারতীয়

আগামী কয়েক মাসের মধ্যে বনগাঁ স্টেশনের আমল পরিবর্তন হবে বলে জানিয়েছেন শিয়ালদা ডিভিশনের ডিআরএম দীপক নিগম। তিনি বলেন, ৮২ লক্ষ টাকা ব্যয়ে বনগায় এই চলমান সিঁড়ি বসানো হয়েছে। অমৃত প্রকল্পের মাধ্যমে বনগাঁ স্টেশন এর কাজ শুরু হয়েছে আগামী কয়েক মাসের মধ্যে বনগাঁ স্টেশন এর আমল পরিবর্তন দেখা যাবে।

 

শান্তনু ঠাকুর জানান, চলমান সিঁড়ি চালু হয় বয়স্ক যাত্রীদের অনেকটা সুবিধা হবে। আগামী দিনে বনগাঁ স্টেশনের আরও অনেক উন্নয়ন করা হবে। একই সঙ্গে তিনি, বনগাঁ বাগদা সহ একাধিক নতুন রুট রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করে দেওয়ায় কাজ থমকে আছে বলে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। ইছামতি নদীর সংস্কারের কাজও রাজ্য সরকারের জন্য থমকে আছে বলে জানান শান্তনু ঠাকুর।

 

আগামী কয়েক মাসের মধ্যে বনগাঁ স্টেশনের আমল পরিবর্তন হবে বলে জানিয়েছেন শিয়ালদা ডিভিশনের ডিআরএম দীপক নিগম। তিনি বলেন, ৮২ লক্ষ টাকা ব্যয়ে বনগায় এই চলমান সিঁড়ি বসানো হয়েছে। অমৃত প্রকল্পের মাধ্যমে বনগাঁ স্টেশন এর কাজ শুরু হয়েছে আগামী কয়েক মাসের মধ্যে বনগাঁ স্টেশন এর আমল পরিবর্তন দেখা যাবে।

 

শান্তনু ঠাকুর জানান, চলমান সিঁড়ি চালু হয় বয়স্ক যাত্রীদের অনেকটা সুবিধা হবে। আগামী দিনে বনগাঁ স্টেশনের আরও অনেক উন্নয়ন করা হবে। একই সঙ্গে তিনি, বনগাঁ বাগদা সহ একাধিক নতুন রুট রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করে দেওয়ায় কাজ থমকে আছে বলে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। ইছামতি নদীর সংস্কারের কাজও রাজ্য সরকারের জন্য থমকে আছে বলে জানান শান্তনু ঠাকুর। ইছামতি নদীর সংস্কারের কাজও রাজ্য সরকারের জন্য থমকে আছে বলে জানান শান্তনু ঠাকুর।

en.wikipedia.org