পুজোর আগে ৩৪ নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা উদ্বোধন অধীরের

মুর্শিদাবাদ জেলা বাসীর দীর্ঘ দিনের দাবি পূরণ করে রবিবার সকালে বহরমপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তার উদ্বোধন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মূলত আসন্ন পুজো উপলক্ষে বহরমপুর শহরের যানজট কমাতে পুজোর আগেই এই রাস্তার উদ্বোধন করলেন তিনি।

আরও পড়ুন:

যদিও এখনও পর্যন্ত এই ৯ কিলোমিটার দীর্ঘ ডবল ওয়ের কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে ভাগীরথী নদীর উপর। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ ভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে এই রাস্তা চালু হলে নানাভাবে উপকৃত হবে মুর্শিদাবাদ জেলাবাসী। যেমন দূরপাল্লার যাত্রীদের জন্য গন্তব্য স্থলের দূরত্ব কমবে অনেকটাই।

পাশাপাশি বহরমপুর শহরের মধ্য দিয়ে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজট কমবে অনেকটাই। অন্যদিকে বহরমপুরে ভাগীরথী নদীর উপর দ্বিতীয় সেতু হওয়ায় পুরনো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুর উপর চাপ কমবে অনেকটাই। স্বাভাবিক ভাবে এই রাস্তা চালু হওয়ায় নানাভাবে উপকৃত হবে বিশেষ করে বহরমপুর শহর বাসী তথা মুর্শিদাবাদ জেলা বাসী।