Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
আধুনিক পরিকাঠামোয় সাজচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতাল

আধুনিক পরিকাঠামোয় সাজচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতাল

আধুনিক পরিকাঠামোয় সাজচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আধুনিক পরিকাঠামোয় সাজচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতাল। নতুন করে চালু একাধিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালে কমছে রুগী স্থানান্তরের প্রবণতাও। শনিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে গুচ্ছের আধুনিক পরিকাঠামো সম্পন্ন চিকিৎসা পরিষেবার দরজা খুলে গেল আম সাধারণের জন্য। এবার থেকে অগ্নিদগ্ধ আশঙ্কাজনক রুগীকে নিয়ে আর ছুটতে হবে না উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। দীর্ঘদিনের প্রতীক্ষিত পৃথক বার্ন ইউনিট চালু করা হলো শিলিগুড়ি জেলা হাসপাতালে। পাঁচ শয্যার বিশিষ্ট এই পৃথক বার্ন ওয়ার্ডে তিনটি পুরুষ ও দুটি মহিলা শয্যা রয়েছে। দীর্ঘদিন ধরে হাসপাতালে বার্ন ওয়ার্ডের প্রয়োজনীয়তা দেখা দেয়।

 

পৃথক বার্ন ইউনিট না থাকায় শিলিগুড়ি থেকে অগ্নিদগ্ধ আশঙ্কাজনক রুগীদের নিয়ে প্রাথমিক চিকিৎসার পরই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হতো। এখন এখানেই পৃথকভাবে রোগীদের রেখে চিকিৎসা করা সম্ভব হবে।
একই সঙ্গে এদিন শিশুদের আধুনিক চিকিৎসা পরিষেবা প্রদানে এসএন সিইউতে অতিরিক্ত আট শয্যার আপগ্রেডেট এসএনসিইউ তথা স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট পরিষেবা চালু করা হলো জেলা হাসপাতাল। পাশাপাশি মানসিক রুগীদের চিকিৎসার জন্য বহির্বিভাগ পরিসেবার চালু হয় এদিন।

 

একজন মহিলা মনোরোগ বিশেষজ্ঞ হাসপাতালে বহির্বিভাগে রোগীদের নিয়মিত বহির্বিভাগের সময়তে দেখবেন। এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব হাসপাতালে পাঁচ শয্যার বার্ন ওয়ার্ডটি উদ্বোধন করেন। তিনি বলেন এতদিন পর্যন্ত হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে অন্যান্য রোগীদের সঙ্গে অগ্নি দগ্ধ আশঙ্কাজনক রোগীদের রেখে চিকিৎসা করা হতো সেক্ষেত্রে চিকিৎসক এবং নার্সদের অতিরিক্ত সতর্ক থেকে চিকিৎসা করতে হয়।

 

কারন অগ্নিদগ্ধ আশঙ্কাজনক রুগীদের সংক্রমনের একটা আশঙ্কা থেকে যায়। তবে পৃথকভাবে বান ওয়ার্ডে চিকিৎসা হলে আধুনিক পরিকাঠামোয় সে সমস্যা থাকবে না। অন্যদিকে জেলা হাসপাতালের দ্বিতীয় তলে নবজাতক থেকে ২৮ দিনের শিশুদের চিকিৎসার জন্য ২৬শয্যার এসএনসিইউও রয়েছে। এদিন এই এসএনসি ইউ লাগোয়া আরো আট শয্যার আপগ্রেড এস এনসিইউ চালু করা হয়। এদিন এই ইউনিটেরও উদ্বোধন হয় রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবের হাতে। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক, শিলিগুড়ি জেলা হাসপাতালে সুপার চন্দন ঘোষ।

 

জানা গিয়েছে এই এসএনসিইউতে নবজাতক থেকে ২৮ দিন বয়স পর্যন্ত শিশুদের চিকিৎসা ব্যবস্থা ছিল এতদিন। সেক্ষেত্র এই বয়স সীমা উত্তীর্ণ শিশুদের জটিল চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হতো। তবে এবারে আপগ্রেড এস এন সি ইউ এর আধুনিক পরিকাঠামোয় ২৮ দিন থেকে ১২ বছর পর্যন্ত শিশুদের চিকিৎসা করা যাবে। ফলে অগ্নি দগ্ধ এবং শিশুদের চিকিৎসায় ক্ষেত্রে স্থানান্তরের গ্রাফ অনেকটাই নেমে আসবে বলে আশাবাদী জেলা স্বাস্থ্য দপ্তর।

 

একইসঙ্গে ইতিমধ্যেই হাসপাতালে ৬ জন হাউস স্টাফ নতুন করে নিযুক্ত হয়েছেন এবং আরো বেশ কয়েকজন সত্তর কাজে যোগ দিতে চলেছেন ফলে রুগী পরিষেবার আরও উন্নয়ন ও রুগী পিছু পরিষেবা প্রদানে জোড় দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে এদিন মানসিক রোগের চিকিৎসার জন্য হাসপাতালে নতুন করে সাইক্রিয়াটিক বহির্বিভাগ পরিষেবা চালু করা হয়। একজন চিকিৎসক আপাতত এই বহির্বিভাগই রোগীদের পরিষেবা প্রদান করবে। পাশাপাশি হাসপাতালের কোভিড ক্লিনিকে থাকা একটি ব্লকের পরিকাঠামো উন্নয়ন করে মিটিং রুম হিসেবে তৈরি করা হয়েছে যার উদ্বোধন হয় এদিন রুগী কল্যাণ সমিতের চেয়ারম্যান গৌতম দেবের হাতে।

 

পাশাপাশি হাসপাতালে ব্লাড কম্পনেন্ট সেপারেশন ইউনিটে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হচ্ছে যা দ্রুত চালু করা হবে। অন্যদিকে এদিন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব হাসপাতালকে ঢেলে সাজাতে রাজ্য সরকারের পাশাপাশি পুরো নিগমের তরফেও সহায়তারও আশ্বাস দেন।একেবারে বেসরকারি হাসপাতালের আদলে আধুনিক রুগী পরিষেবায় উন্নতর করে তোলা হবে শিলিগুড়ি জেলা হাসপাতালকে। সেক্ষেত্রে প্রথমে রুগীদের আরও ভাবে দেখভালের জন্য বেসরকারি হাসপাতালের আদলে ড্রেসকোড চালু করা হবে। এবং রিস্ট ব্যান্ড থাকবে যাতে রোগীর যাবতীয় তথ্য সংক্ষেপে উল্লেখ থাকবে।

আরও পড়ুন – বিনা নোটিশে জাতীয় সড়কের টোল প্লাজা খোলায় ধুন্ধুমার রায়গঞ্জে

হাসপাতালে প্রস্তুতি বিভাগের জন্য আরো একটি লিফট সত্ত্বর চালু হবে সেখানে সিভিক ভলেন্টিয়ার দায়িত্বে থাকবেন। রোগী-পরিজনদের সঙ্গে চিকিৎসকদের নিয়মিত রোগীর স্বাস্থ্য নিয়ে আলোচনার জন্য একটি নির্ধারিত সময় নির্দিষ্ট করে দেওয়া হবে এবং পাশাপাশি রোগী পরিজনেদের শেল্টার টিভি এবং আধুনিকভাবে সাজিয়ে তোলা হবে। সেন্ট্রালাইজড অক্সিজেন লাইন এর মাধ্যমে সর্বত্র অক্সিজেন সরবরাহ করা হবে। নতুন রূপে শিলিগুড়ি জেলা হাসপাতালকে সাজিয়ে তোলা হবে প্রয়োজনে পুরোনিগম সাহায্য করবে বলে জানান তিনি। সাজচ্ছে শিলিগুড়ি

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top