মালদহ থেকে উত্তরবঙ্গগামী কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন

মালদহ থেকে উত্তরবঙ্গগামী কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মালদহ থেকে উত্তরবঙ্গগামী কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন. মালদহ থেকে উত্তরবঙ্গগামী বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। পূর্ব রেলওয়ের মালদহ ডিভিশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,উত্তর-পূর্ব সীমান্ত রেলের রঙ্গপানি, নিউ জলপাইগুড়ি, আম্বারি এবং ফালাকাটার মধ্যবর্তী এলাকায় স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের কাজ ও স্টেশন চত্বরের সৌন্দর্যায়নের কাজের জন্য আগামী চৌঠা জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এই ব্যবস্থা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। তিন দিনের নন-ইন্টারলকিংয়ের কাজ করা হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে।

 

জানা গিয়েছে, বাতিল ট্রেনগুলো হল ১৫৭০৯/১৫৭১০ মালদহ টাউন-জলপাইগুড়ি, ১২৩৬৩ কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস ১২০৪২/১২০৪১ নিউজলপাইগুড়ি-হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস১৫৭২২ নিউ জলপাইগুড়ি-দিঘা এক্সপ্রেস ১৫৭২১ দিঘা-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস যে সমস্ত ট্রেনের যাত্রা পথ ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত— ২২৬১১ চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের যাত্রাপথ শিলিগুড়ি স্টেশনে শেষ করে দেওয়া হবে। ২২৬১২ নিউ জলপাইগুড়ি-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস ৬ জানুয়ারি শিলিগুড়ি স্টেশন থেকেই ছাড়বে। ট্রেনের যাত্রাপথে পরিবর্তন— ১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এবং ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি রোড স্টেশন রুটে এড়িয়ে আলুয়াবাড়ি রোড-বাগডোগরা-শিলিগুড়ি রুট ধরে যাবে।

 

দু’টি ট্রেনই শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার স্টেশনে দাঁড়াবে। ১৩১৭২ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড-বাগডোগরা-শিলিগুড়ি রুট ধরে যাবে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার এবং নিউ আলিপুরদুয়ার কোনও স্টেশনেই দাঁড়াবে না। ১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস শামুকতলা-আলিপুরদুয়ার- শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি রোড রুটে ঘুরে যাবে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার, নিউ ময়নাগুড়ি এবং নিউ আলিপুরদুয়ার কোনও স্টেশনেই দাঁড়াবে না।

 

১২৩৪৬ গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস শামুকতলা-আলিপুরদুয়ার- শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি রোড রুটে ঘুরে যাবে। ট্রেনটি আলিপুরদুয়ার, নিউ ম্যাল এবং শিলিগুড়ি স্টেশনে দাঁড়াবে। ১৫৬৪৪ কামাক্ষ্যা-পুরী এক্সপ্রেস শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি রোড রুটে ঘুরে যাবে। ট্রেনটি শিলিগুড়ি স্টেশনে দাঁড়াবে। নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়াবে না।

আরও পড়ুন – নোটবন্দির সিদ্ধান্ত নিয়ে আদালতে বিচারপতির দ্বিমত পোষণ করেন

কিছু ট্রেন ছাড়ার সময়সূচী পরিবর্তন:- ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস ৬ জানুয়ারি বিকেল ৪টা ১০মিনিটের পরিবর্তে রাত ১২টা ১০মিনিটে ছাড়বে। অনিচ্ছাকৃত এই অসুবিধার জন্য ওই সব ট্রেনের সকল যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে রেল কর্তৃপক্ষ। সূচির পরিবর্তন বা যাত্রাপথের পরিবর্তন বা ট্রেন বাতিল হওয়ার খবর যাত্রীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দিয়েছে রেল বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top