হাওড়ার সঙ্গে জুড়ছে আমতলা, সরাসরি জুড়বে পুরী, দিঘাও, উদ্বোধন নতুন বাস টার্মিনাসের , আমতলায় উদ্বোধন হল নতুন বাস টার্মিনাসের (New Bus Turminus at Amtala)। এখান থেকে চালু হল হাওড়া গামী ২ টি বাস-রুট পরিষেবা। আগামীদিনে, এখান থেকে ছাড়বে পুরী, দিঘা সহ বহু দূর পাল্লার বাস। খবর পরিবহণ দফতর সূত্রে। আজ ভার্চুয়ালি টার্মিনাসের উদ্বোধন করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও।
দক্ষিণ ২৪ পরগনায় নতুন এই বাস টার্মিনাসের উদ্বোধন হল শুক্রবার। ৩ বিঘা জমির ওপর, প্রায় ৮ কোটি টাকা ব্য়য়ে তৈরি হয়েছে এই বাস টার্মিনাস। বানাতে সময় লেগেছে প্রায় ৩ বছর। এদিন ভার্চুয়ালি টার্মিনাসের উদ্বোধন করেন, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। যিনি তাাঁর বক্তব্যের মাঝে বলেন, এটা স্বপ্নের এক প্রোজেক্টের বাস্তবায়ন। অনেক মানুষ উপকৃক হবেন।
হাওড়া, পরে দিঘা-পুরী
শুক্রবার, এই টার্মিনাস থেকে ২টি নতুন রুটের বাস সার্ভিসও চালু হয়। একটি এসি বাস। AC- 53। আরেকটি নন-এসি। C-37। দুটি বাসই আমতলা থেকে হাওড়া পর্যন্ত যাবে।- পরিবহন দফতর সূত্রে খবর, আগামী দিনে এই টার্মিনাস থেকে ছাড়বে পুরী, দিঘা সহ বহু দূর পাল্লার বাস। এই অত্য়াধুনিক বাস টার্মিনাসের ফলে, দক্ষিণ ২৪ পরগনার বিষনুপুর ১ ও ২ নম্বর ব্লক, বজবজ ১ ও ২ নম্বর ব্লক, বারুইপুর এবং সাতগাছিয়া বিধানসভা এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবে। এদিন বাস টার্মিনাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই রাজ্য পরিবহন দফতর এক নতুন পাইলট প্রজেক্ট চালু করেছিল। যেখানে পরীক্ষা দিয়ে গাড়ির লাইসেন্স (driving license) পেতে আর দীর্ঘদিন অপেক্ষা নয়। এবার মাত্র চার ঘণ্টাতেই পাওয়া যাবে লাইসেন্স (license to be obtained after 4 hours of exam)।পরিবহণ দফতরের উদ্যোগে এই পাইলট প্রজেক্ট রাজ্যের মধ্যে প্রথম হাওড়ায় (pilot project begins at howrah) চালু হল। সাঁতরাগাছি বাস টার্মিনাসে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
আরও পড়ুন – মোদীর ডিগ্রি দেখতে চেয়ে আদালতের জরিমানার মুখে কেজরীওয়াল ,২৫ হাজার জরিমানা গুজরাত…
রয়েছে ইলেকট্রিক বাসের চার্জিংয়ের ব্যবস্থা
সূত্রের খবর, একসঙ্গে ১৯টি বাস দাঁড়াতে পারবে এই টার্মিনাসে। রয়েছে ইলেকট্রিক বাস চার্জেরও ব্য়বস্থা। একসঙ্গে ৪টি বাসকে একইসময়ে চার্জ দেওয়ার বন্দোবস্ত রয়েছে। এছাড়াও বাস টার্মিনাসে রয়েছে ওয়েটিং রুম, এলইডি রুট ডিসপ্লে বোর্ড, পাবলিক অ্য়াড্রেস সিস্টেম।