বন্দে ভারত’ এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয় বিহার থেকে জানাল রেল কর্তৃপক্ষ। বাংলা নয়,বন্দে ভারত’ এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয় বিহার থেকে।এমনটাই জানিয়েছে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। এই খানেই শেষ নয়, সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে,আরপিএফ ও জিআরপি হামলাকারীদের চিহ্নিত করেছে।
অবিলম্বে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য প্রশাসন ও রাজ্য পুলিসকে আর্জিও জানিয়েছে রেল।সিসিটিভি ফুটেজ অনুযায়ী রেলের দাবি, নিউ জলপাইগুড়িগামী আপ ‘বন্দে ভারতে’ পাথর ছোঁড়া হয় মঙ্গলবার বেলা ১২টা বেজে ৫৫ মিনিট নাগাদ। সিসিটিভি ফুটেজের সেই ভিডিয়োতে ৪ জনকে দেখা যাচ্ছে। সিসি ক্যামেরার ছবিতেই ধরা পড়ছে পাথর ছোড়ার সময়। কোনও স্টেশন নয়। গ্রামাঞ্চল থেকেই ছোড়া হয় পাথর।
রেল আরও জানিয়েছে, শনাক্ত ‘বন্দে ভারতে’ হামলাকারী ৪ জন। হামলাকারী ৪ জনকেই শনাক্ত করেছে রেল পুলিস।
হামলাকারীদের প্রত্যেকেই নাবালক। আলুয়াবাড়ি ও মঙ্গেরজান এলাকার মাঝে অভিযুক্তদের গ্রাম। তাদের প্রত্যেকেরই পরিবারের খোঁজ পাওয়া গিয়েছে। নিমল নামে একটি গ্রামের বাসিন্দা তারা। এমনটাই জানালেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। এই ঘটনায় মালদা ও বিহার, দুই প্রশাসনকেই ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছে রেল।
প্রসঙ্গত, উদ্বোধনের ২ দিন পর পর দুবার ‘বন্দে ভারতে’ হামলার ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে গোটা দেশে সমালোচনার ঝড় উঠে।সেজন্য আরও নিরাপত্তা জোর দার করা হয়।এর পাশাপাশি মানুষকে বোঝানো হয়।এটাই দেশের অন্যতম সম্পদ।একে রক্ষা করা সকলের কর্তব্য।
আরও পড়ুন – জেলার সমস্ত স্তরের ক্রীড়া প্রতিযোগিতা ফেব্রুয়ারিতেই শেষ করার নির্দেশ
উল্লেখ্য, বাংলা নয়,বন্দে ভারত’ এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয় বিহার থেকে।এমনটাই জানিয়েছে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।এই খানেই শেষ নয়, সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে,আরপিএফ ও জিআরপি হামলাকারীদের চিহ্নিত করেছে। অবিলম্বে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য প্রশাসন ও রাজ্য পুলিসকে আর্জিও জানিয়েছে রেল।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী রেলের দাবি, নিউ জলপাইগুড়িগামী আপ ‘বন্দে ভারতে’ পাথর ছোঁড়া হয় মঙ্গলবার বেলা ১২টা বেজে ৫৫ মিনিট নাগাদ। সিসিটিভি ফুটেজের সেই ভিডিয়োতে ৪ জনকে দেখা যাচ্ছে। সিসি ক্যামেরার ছবিতেই ধরা পড়ছে পাথর ছোড়ার সময়। কোনও স্টেশন নয়। গ্রামাঞ্চল থেকেই ছোড়া হয় পাথর।
রেল আরও জানিয়েছে, শনাক্ত ‘বন্দে ভারতে’ হামলাকারী ৪ জন। হামলাকারী ৪ জনকেই শনাক্ত করেছে রেল পুলিস।
হামলাকারীদের প্রত্যেকেই নাবালক। আলুয়াবাড়ি ও মঙ্গেরজান এলাকার মাঝে অভিযুক্তদের গ্রাম। তাদের প্রত্যেকেরই পরিবারের খোঁজ পাওয়া গিয়েছে। নিমল নামে একটি গ্রামের বাসিন্দা তারা। এমনটাই জানালেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। এই ঘটনায় মালদা ও বিহার, দুই প্রশাসনকেই ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছে রেল।