স্কুল বন্ধ, গঙ্গায় ধারে ঘুরতে গিয়ে ভয়ানক পরিণতি, ৩ পড়ুয়া তলিয়ে গেল নদীতে

স্কুল বন্ধ, গঙ্গায় ধারে ঘুরতে গিয়ে ভয়ানক পরিণতি, ৩ পড়ুয়া তলিয়ে গেল নদীতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

স্কুল বন্ধ, গঙ্গায় ধারে ঘুরতে গিয়ে ভয়ানক পরিণতি, ৩ পড়ুয়া তলিয়ে গেল নদীতে , একে বর্ষাকাল। তার উপর বিক্ষিপ্তভাবে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। ফলে এমনই ফুলে ফেঁপে রয়েছে নদীর জল। এই পরিস্থিতিতে গঙ্গায় নেমে স্রোতের টানে তলিয়ে গেল তিনজন। কেন্দ্রীয় বাহিনী রয়েছে স্কুলে। সেই কারণে বন্ধ স্কুল। বিষয়টি না জেনেই স্কুলে হাজির তিন ছাত্র। তবে স্কুল ছুটি থাকার কারণে বাড়িতে না ফিরে গঙ্গার ধারে ঘুরতে যায় তারা। আর তখনই বিপত্তি। গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেল তিনজন। তবে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে একজনকে।

 

 

 

 

 

 

স্থানীয় সূত্রে খবর, এই ছাত্ররা সকলে জে ডি জে ইনস্টিটিউশনে পড়াশোনা করত। ভোটের জন্য আগত কেন্দ্রীয় বাহিনী অন্য সকল স্কুল থেকে চলে গেলেও এই স্কুলটি থেকে এখনও পর্যন্ত যায়নি। তার জেরেই আপাতত পড়াশোনা বন্ধ রয়েছে ওই স্কুলে।

 

 

 

 

 

তবে বিষয়টি বুঝতে না পেরে স্কুলে গিয়েছিল ওই পড়ুয়ারা। স্কুল বন্ধ দেখে তারা গঙ্গার ধারে খেলতে যায়। এরপর একে একে গঙ্গায় স্নান করতে নামে। তখনই তলিয়ে যেতে শুরু করে। এ দিকে,পড়ুয়াদের ডুবে যাওয়ার খবর পেতেই হৈচৈ শুরু হয় এলাকায়। এক মাঝির তৎপরতায় প্রাণে বেঁচে যায় এক পড়ুয়া। তাঁর নাম নাজিম শেখ। তবে বাকি দু’জনের এখনও মেলেনি খোঁজ।

 

 

 

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। ছুটে আসেন ধূলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা।

 

 

 

আরও পড়ুন –  Whatsapp স্ট্যাটাস আপডেট নিয়ে এবার ব্যবহারকারীদের সতর্ক করল বম্বে হাইকোর্ট

 

 

 

একে বর্ষাকাল। তার উপর বিক্ষিপ্তভাবে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। ফলে এমনই ফুলে ফেঁপে রয়েছে নদীর জল। এই পরিস্থিতিতে গঙ্গায় নেমে স্রোতের টানে তলিয়ে গেল তিনজন। নিখোঁজদের নাম রোহান শেখ (১২), মোজাহিদ শেখ (১৩)। তাঁদের বাড়ি সামশেরগঞ্জের হিজলতলা গ্রামে। তিনজনই ষষ্ঠ শ্রেণির ছাত্র।

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....