কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদের এক সভায় ইডির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ সুজিত বোসের

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদের এক সভায় ইডির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ সুজিত বোসের

১০০ দিনের কাজের মজুরি, আবাস যোজনা ঘরের পাওনা টাকা না দেওয়ার প্রতিবাদের এক পথ সভায় ইডির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দমকল মন্ত্রী সুজিত বোস। তার আপ্তসহায়ক নিতাই দত্তকে বার বার ডেকে সুজিত বোসের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

 

সেই পথ সভায় সুজিত বোস জানান, যখন আমরা লড়াই সংগ্রাম করছি তখন আমাদের নেতৃত্বদের নানাভাবে হ্যারাসমেন্ট করছে।কাউকে জেলে ধরে নিয়ে যাচ্ছে কাউকে ইন্টারোগেশন করা হচ্ছে। ছ মাস বাদে যখন দেশে সাধারণ নির্বাচন তার আগে সমস্ত বিরোধী নেতাদের জেলবন্দি রাখবার জন্য চেষ্টা করছে।

আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোর শুভদিনে বাংলার লক্ষ্মীদের জন্য কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী

আজকে ওরা আমাদের বিভিন্ন নেতাদের অ্যারেস্ট করছে। আমি বলছি কোন নেতা যদি দোষ করে তাহলে নিশ্চয়ই তাদেরকে অ্যারেস্ট করুক। কিন্তু অনেক দোষী না থাকা সত্ত্বেও তাদেরকে নানাভাবে অ্যারেস্ট শুধু করছে না তাদেরকে অসুস্থ করে দিচ্ছে এমন এমন জেরা তারা করছে।

 

আমার আপ্ত সহায়ক নিতাই দত্ত আছে সবাই জানে নিতাই এখন কাউন্সিলর হয়েছে পরে ভাইস চেয়ারম্যান হয়েছে। তার বাড়িতে এদিকে পাঠিয়ে দেওয়া হল ১২ ঘন্টা জেরা তাকে করা হলো। তার বাড়ি থেকে কিছু পেল না কিন্তু বলতে হবে একটাই নাম সুজিত বোসের নামটা তোমরা বলে দাও সুজিত বোসের নামটা তুমি লিখে দাও তোমাকে ছেড়ে দেবো। এটা কোন ধরনের অত্যাচার। সুজিত বোসের রাজনৈতিক ক্যারিয়ার ৪২ বছর। সুজিত বোসের এত খারাপ অবস্থা হয়নি যে সুজিত বোস টাকার বিনিময়ের লোককে চাকরি দিয়েছে। জীবনে এই কাজ আমি কোনদিন করিনি।যতই ওকে মেরে ফেলুন কেটে ফেলুন যতই ওকে জেলে আটকান কোনদিনও ও বলবেনা সুজিত বোস এই কাজ ওকে করতে বলেছে, সুজিত বোস কোন কাউকে বলেছে।

 

নিশ্চয়ই যদি কেউ ভুল করে নিশ্চয়ই সেটা দেখার দায়িত্ব আপনার আছে।কিন্তু অন্যায় ভাবে যদি মনে করেন কিছু করবেন তাহলে কিন্তু তার ওই একটা নিউটউনের থার্ড ল আছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনারা মনে রাখবেন যে যেমন করবেন তার প্রতিক্রিয়া তেমন হবে। কিন্তু তার ওই একটা নিউটউনের থার্ড ল আছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনারা মনে রাখবেন যে যেমন করবেন তার প্রতিক্রিয়া তেমন হবে।

en.wikipedia.org