লক্ষ্মীপুজোর শুভদিনে বাংলার লক্ষ্মীদের জন্য কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীপুজোর শুভদিনে বাংলার লক্ষ্মীদের জন্য কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী

উমা পাড়ি দিয়েছেন কৈলাসে। এরপর মর্ত্যে ফিরেছেন ধনদেবী মা লক্ষ্মী। শনিবার লক্ষ্মীর আরাধনায় মেতেছেন বাঙালি। এই দিনেই বাংলার লক্ষ্মীদের বন্দনায় দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee Writes Poem)। সোশ্যাল মিডিয়ায় লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানিয়েছিলেন সকালেই। এবার বাংলার লক্ষ্মীমেয়েদের জন্য কবিতা লিখলেন তিনি। জানালেন, লক্ষ্মীমেয়েরা ভাল থাকলেই, ভাল থাকবে বিশ্ববাংলা। (Laxmi Puja 2023)

আরও পড়ুনঃ এবার অপাদির বাড়ির মা লক্ষ্মী সাজলেন অনুরাগীর পাঠানো পোশাক ও গয়নায়

লক্ষ্মীপুজো উপলক্ষে শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা কবিতা পোস্ট করেন মমতা। কবিতায় বাংলার লক্ষ্মীমেয়েদের কথাই তুলে ধরেছেন তিনি। লিখেছেন-

‘আমার লক্ষ্মী আজকের দিনে সবারে করে আহ্বান,

আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনের জয়গান॥

আমার লক্ষ্মী গ্রাম-গঞ্জে মাটির ঘরে আলো,

আমার লক্ষ্মী মুড়ি-পেঁয়াজের শান্তির দূত ভাল॥

আমার লক্ষ্মী বিদ্যালয়ে গায় সরস্বতীর সুর,

আমার লক্ষ্মী গান-বাজনায় জয় করে দূর-সুদূর॥

আমার লক্ষ্মী চন্দ্র-সূর্য মলিন শাড়ির বাহারে,

আমার লক্ষ্মীর গায়ে মাটির ধুলো দেখলে মনে হয়-‘আহারে’!

আমার লক্ষ্মী প্রতিবাদ প্রতিবাদ জানায়, কণ্ঠে তার আগুন,

আমার লক্ষ্মী দেশ জয় করে, সবারে বলে-জাগুন॥

আমার লক্ষ্মী দেশ-বিদেশ দুর্গমকে করে জয়,

আমার লক্ষ্মী প্লেনও চালায়, নির্ভয়-দুর্জয়॥

আমার লক্ষ্মীকে করি কুর্নিশ, অন্ধকারেও সে জোছনা,

আমার লক্ষ্মী সবার ঘরে, বিভেদ-বৈষম্য মানে না॥

আমার লক্ষ্মী-লক্ষ্মীর ভাণ্ডারে সবারে দেন সুমতি,

আমার লক্ষ্মী-লক্ষ্মী মায়ের সর্বত্র অবাধ গতি॥

আমার লক্ষ্মী ঘরে ঘরে জ্বেলেছেন আলো,

আমার লক্ষ্মীরা ভাল থাকুক, হোক বিশ্ববাংলার ভাল॥

আমার লক্ষ্মী মা-মাটি-মানুষ, ভয়কে করে না ভয়,

ওরা দুর্জয়, ওরা দুর্গম, ওরা দুরন্তর বরাভয়॥

আমার লক্ষ্মী ডানা মেলে কখনও হয় পক্ষী,

ওরাই মোহের পাহারাদার, ওরাই মোদের রক্ষী॥

আমার লক্ষ্মী চন্দ্র-সূর্য, আকাশে জ্বলে তারা,

আমার লক্ষ্মী ধন্য ধান্যে, নবান্নে দিয়ে ভরা॥’

 

শনিবার শুক্লপক্ষের পূর্ণিমায় বাংলায় লক্ষ্মীপুজো পালিত হচ্ছে। এটি কোজাগরী লক্ষ্মীপুজো নামেও পরিচিত। কোজাগরী কথার অর্থ কে জাগে, রাত জেগে মায়ের াধনা করলে সংসারে সমৃদ্ধি আসে বলে প্রচলিত রয়েছে। সেই থেকেই এমন নাম। এবারে লক্ষ্মীপুজোর দিনই বছরের শেষ চন্দ্রগ্রহণ পড়েছে।

 

বাংলার ঘরে ঘরে ধনদেবীর াধনায় মেতে উঠেছেন গৃহিণীরা। এই লক্ষ্মীপুজোয় শামিল হয়েছেন তারকারাও। কোজাগরী পূর্ণিমার চাঁদ আকাশে ওঠার পর পুজো শুরু বাংলার ঘরে ঘরে। লক্ষ্মী ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। বিষ্ণুর পত্নী, অপর নাম মহালক্ষ্মী। তাঁর বাহন পেঁচা। কিন্তু যিনি সৌন্দর্য ও সৌকর্যের প্রতীক, তাঁর বাহন কেন পেঁচা? আসলে ধান বাঙালির কাছে লক্ষ্মী। ধানের শত্রু ইদুরকে খায় পেঁচা। রাতে পুজো হয় লক্ষ্মীর, তাই রাতজাগা পাখিই তাঁর বাহন।

en.wikipedia.org