রবিতে আছড়ে পড়বে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় সুপার টাইফুন মাওয়ার! ফুঁসছে সুপার টাইফুন মাওয়ার। বিধ্বংসী আকারে তা আছড়ে পড়তে চলেছে ফিলিপিন্সে। শনিবার দুপুর পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের গতিবেগ পৌঁছে গিয়েছে ঘণ্টায় ১৮০ থেকে ১৮৫ কিলোমিটার। ইতিমধ্যেই এই সুপার টাইফুনকে ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের তকমা দিয়েছে অস্টিনের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। সুপার টাইফুন মাওয়ার ইতিমধ্যেই তছনছ করে দিয়েছে মার্কিন সীমান্তের গুয়াম দেশটিকে। গত বুধবার থেকে এটি তাণ্ডব চালিয়েছে সে দেশে। একাধিক এলাকায় ক্ষতিগ্রস্ত। উপড়ে পড়েছে গাছ, ভেঙে পড়েছে অসংখ্য বাড়ি-দোকানপাট। হতাহতের খবর না মিললেও বহু মানুষ রাতারাতি গৃহহীণ হয়ে পড়েছে বলে খবর।
কিছুদিন আগেই বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে আছড়ে পড়েছিল বিধ্বংসী ঘূর্ণিঝড় মোকা। যার জেরে কার্যত লন্ডভন্ড দশা হয়েছিল মায়ানমারের উপকূলবর্তী শহরের। কিন্তু, তার চেয়েও অনেক বেশি শক্তিশআলী আকার নিতে পারে এই মাওয়ার। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গুয়ামে জরুরি অবস্থা জারি করেছেন। মার্কিন জাহাজ পাঠিয়ে সেখানে খাবার এবং ওষুধপত্র পাঠানো হচ্ছে। অ্যান্ডারসন বিমান ঘাঁটিতে বিমানগুলিকে হ্যাঙারে পাঠানো হয়েছে। গুয়াম বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছে, এই দ্বীপের ৫২ হাজার বাড়ি বর্তমানে বিদ্যুৎহীন। মাত্র এক হাজার বাড়িতে পরিষেবা রয়েছে। প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। জারি হয়েছে বন্যার অ্যালার্ট।
এদিকে, সুপার টাইফুন মাওয়ার ক্রমশই ফিলিপিন্সের দিকে এগোচ্ছে। প্রতি ঘণ্টায় এর গতিবেগ বর্তমানে ১৮৫ কিলোমিটার। যা রবিবার দুপুরের মধ্য়ে ২১০ থেকে ২১৫ কিলোমিটারে পৌঁছে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আরও পড়ুন – বেআইনি বাজি রুখতে বড় ঘোষণা মমতার,
সাইক্লোন মাওয়ার প্রভাব ফেলবে জাপান এবং তাইওয়ানেও। এমনটাই আশঙ্কা করা হচ্ছে। জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের পূর্বাভাস বলছে, রবিবার স্থানীয় সময় বেলা ২টো নাগাদ ফিলিপিন্সে আছড়ে পড়েতে চলেছে এই সুপার টাইফুন। ফিলিপিন্সের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বিধ্বংসী এই ঘূর্ণিঝড় ফিলিপিন্স সমুদ্রের উপর দিয়ে তা পশ্চিমদিকে অগ্রসর হচ্ছে। এই সুপার টাইফুন ২০২২ সালে হওয়া সমস্ত ঘূর্ণিঝড়ের রেকর্ড ভেঙে দিতে চলেছে। বিশ্বজুড়ে মে মাসে আছড়ে পড়া টাইফুনগুলির অন্যতম সবচেয়ে শক্তিশালী টাইফুন হতে চলেছে মাওয়ার। ফিলিপিন্সের অ্যাটমসফেরিক, জিওফিজিক্যাল এবং অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন জানাচ্ছে, আগামী বুধবার দিনভর এই মাওয়ারের প্রভাব থাকবে সে দেশে। এরপর সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমে অগ্রসর হবে। বুধবার পর্যন্ত সে দেশে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করা হয়েছে। ফিলিপিন্স এরিয়া অফ রেসপন্সিবিলিটি এলাকায় এই সুপার টাইফুন প্রবেশ করে ফেলেছে ইতিমধ্যেই। ফলে স্থানীয় ভাষায় এখন এর নাম বেট্টি।