শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ সংক্রান্ত মামলার বুধবার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে

কামদুনির রায় ঘোষণার পর আজ শুভেন্দুর নেতৃত্বে পথে নামবে বিজেপি

শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ সংক্রান্ত মামলার বুধবার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। গত শুনানির মতো আজও হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্যের ভূমিকা। এদিন আদালতে শুনানি প্রক্রিয়া চলাকালীন শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীর মৃত্যুর ঘটনা উঠে আসে। আর সেই নিয়েই বিচারপতি জয় সেনগুপ্তর প্রশ্নের মুখে পড়ল রাজ্যের ভূমিকা।

 

বিচারপতি প্রশ্ন তুলে দেন, ঘটনার এতদিন পরে কেন অভিযোগ করছেন মৃতের স্ত্রী? মৃত নিরাপত্তারক্ষীর ময়নাতদন্তের রিপোর্টও এদিন খতিয়ে দেখেন বিচারপতি জয় সেনগুপ্ত। ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার তত্ত্ব জোরাল এবং কীভাবে তা ঘটেছে, তা পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ দেখে নিশ্চিত হওয়া যাবে বলে লেখা রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট দেখে এই মন্তব্য করেন বিচারপতি।

আরও পড়ুনঃ সাড়ে পাঁচ ঘন্টা কেটে গেছে, এখনও ইডি দফতরে অভিষেক

প্রসঙ্গত, এদিন রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, শুভেন্দু আদালতের থেকে রক্ষাকবচ পেয়েছেন। মাথার উপরে ছাতা আছে, তাই তদন্তে সহযোগিতা পাওয়া যাচ্ছে না। বিরোধী দলনেতার রক্ষাকবচ খারিজের জন্য আদালতে সওয়াল করার সময়েই শুভেন্দুর নিরাপত্তারক্ষীর মৃত্যুর ঘটনা তুলে ধরেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মৃতের স্ত্রীর বক্তব্যের কথাও তিনি আদালতে তুলে ধরেন। বলেন, ‘শুভেন্দু অধিকারীর যে নিরাপত্তারক্ষী মারা গিয়েছেন, তাঁর স্ত্রীর বক্তব্য দেখুন… তিনি কী বলেছেন।’

 

এরপর বিচারপতি জয় সেনগুপ্তও জানান, তিনি নিরাপত্তারক্ষীর স্ত্রীর অভিযোগ খতিয়ে দেখে কোথাও হত্যার অভিযোগ পাননি। বিচারপতির মন্তব্য, মৃতের স্ত্রী শুধু বলেছেন অ্যাম্বুলেন্স আসতে দেরি করেছিল।

en.wikipedia.org