সামাজিক বিয়ের ৬ মাসের মাথাতেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ভিন ধর্মে বিয়ে করা ঘিরে নেটিজনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। নীতি পুলিশদের রোষের মুখে পড়েছিলেন নায়িকা। তবে অভিনেত্রী এখন এসবে কান না দিয়ে মাতৃত্বের স্বাদ চুটিয়ে উপভোগ করছেন। সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ এবং একরত্তিকে নিয়ে ভরা সংসার অভিনেত্রীর।
আরও পড়ুনঃ করলার গুণাগুণ
একরত্তির জন্মের পর থেকে মেয়েকে ঘিরে সময় কাটছে স্বরার। এবার ৬ দিনের রাবিয়ার নিয়ে ষস্টী পুজো সারলেন অভিনেত্রী। স্ত্রী-কন্যাকে আগলে রাখলেন ফাহাদ। সদ্যজাতর মঙ্গল কামনায় অনুষ্ঠিত হিন্দু ধর্মের এই অনুষ্ঠানে সাড়ম্বরে যোগ দিয়েছিল স্বরা ও ফাহাদের কাছের মানুষরা। এদিন হলুদ শাড়িতে ঝলমলে সাজে দেখা মেলে স্বরার। পাশে সাদা পাঞ্জাবি আর হলুদ জহর কোটে ফাহাদ। খুদে রাবিয়ারও দেখা মিলল হলুদ রঙা পোশাকে।
একরত্তি মেয়ের বেবি-খাট খুব সুন্দর, মনের মতো করে সাজিয়েছেন স্বরা এবং ফাহাদ। একরত্তির জন্য রয়েছে কাঠের বেড। সাজানো গোছানো বিছানা, পিঙ্ক ম্যাট্রেস, তার উপর রাখা নানা ধরনের সফ্ট টয়। অপর ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট রাবিয়া আরাম করে বিছানায় ঘুমোচ্ছে। গায়ে চাদর।
গত ২৩শে সেপ্টেম্বর রাবিয়ার জন্ম দেন স্বরা। দু-দিন পর সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি শেয়ার করে সুখবর জানান তারকা দম্পতি। যৌথ বিবৃতিতে তাঁরা জানান, ‘দোয়া কবুল হল, আর্শীবাদ মিলল, একটা গান গুনগুন করছে একটা রহস্যাবৃত সত্য, আমাদের কন্যা সন্তান রাবিয়ার জন্ম হয়েছে ২৩ শে সেপ্টেম্বর। আমরা কৃতজ্ঞ, সকলকে ধন্যবাদ এতো ভালোবাসার জন্য, মনে হচ্ছে এই জগতটা একদম নতুন’। স্বরার মেয়ের পুরো নাম রবিয়া রমা আহমেদ।
স্বরা-ফাহাদের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। একদিকে যেমন এই বিয়ের অনুষ্ঠানের প্রশংসা করেছিলেন অনেকেই, অন্যদিকে অনেকে আবার এর পিছনে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ জুড়ে দিয়ে বিষয়টির সমালোচনাও করেন। সেইসব একটু থিতু হলেই জুন মাসে মা হতে চলার খবর জানিয়ে চর্চায় উঠে আসেন স্বরা। মা হতে চলার খবর জানিয়ে চর্চায় উঠে আসেন স্বরা। তার তিন মাস পরেই সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। সেইসব একটু থিতু হলেই জুন মাসে মা হতে চলার খবর জানিয়ে চর্চায় উঠে আসেন স্বরা। তার তিন মাস পরেই সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।