অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার ছক! হাই অ্যালার্ট জারি,

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার ছক! হাই অ্যালার্ট জারি,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার ছক! হাই অ্যালার্ট জারি, অমরনাথ যাত্রায় জঙ্গিরা হামলা চালাতে পারে বলে সতর্ক করা হল নিরাপত্তাবাহিনীকে , আগামী জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে। তার আগেই নিরাপত্তাবাহিনীকে সতর্ক করা হল। গোয়েন্দা সূত্রের খবর, এই যাত্রার সময় জম্মু-কাশ্মীরে জঙ্গিরা হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী ১ জুলাই থেকে অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া শুরু হচ্ছে। ৬২ দিন ধরে চলবে এই যাত্রা। ৩১ অগস্ট শেষ হবে এই যাত্রা।

 

 

 

 

 

ডোডা এবং পুঞ্চে তরুণ প্রজন্মকে জঙ্গিদলে যোগ দেওয়ার জন্য সমাজমাধ্যমকে ব্যবহার করে আবেদন জানাচ্ছেন ২ জঙ্গি। অল্প সময়ের মধ্যে যত বেশি সংখ্যক যুবককে জঙ্গিদলে যুক্ত করা যায়, তারই চেষ্টা চালাচ্ছেন বলে ওই সূত্রের দাবি। তবে নিরাপত্তাবাহিনীও কড়া নজর রাখা শুরু করেছে। অমরনাথ যাত্রায় যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তাই নিরাপত্তা আরও আঁটসাঁট করা হচ্ছে।

 

 

 

 

অমরনাথ যাত্রার আগে জম্মুর সমস্ত প্রান্তে নজরদারি চালানো শুরু করেছে নিরাপত্তাবাহিনী, পুলিশ, সিআরপিএফ, কুইক রেসপন্স টিম এবং সশস্ত্র সীমা বল। আগামী ১ জুলাই থেকে অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া শুরু হচ্ছে। ৬২ দিন ধরে চলবে এই যাত্রা। ৩১ অগস্ট শেষ হবে এই যাত্রা।

 

 

 

আরও পড়ুন –  বাংলায় কবে বর্ষার প্রবেশ ? জানিয়ে দিল আবহাওয়া দফতর,

 

 

 

 

গোয়েন্দা সূত্রে খবর, অমরনাথ যাত্রার আগে জম্মুতে জঙ্গিদের কাজে লাগানোর ছক কষছে পাকিস্তান। রফিক নাই এবং মহম্মদ আমিন বাট নামে ২ জঙ্গিকে অমরনাথ যাত্রায় হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে বলে ওই সূত্রের দাবি। মূলত রাজৌরি-পুঞ্চ, পীরপঞ্জাল এলাকায় হামলার ছক কষা হয়েছে বলে ওই সূত্রের খবর। আগামী ১ জুলাই থেকে অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া শুরু হচ্ছে। ৬২ দিন ধরে চলবে এই যাত্রা। ৩১ অগস্ট শেষ হবে এই যাত্রা।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook  পেজ এবং  Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top