চাকরিটা খুব দরকার বলছেন মেধাবী ছাত্রীর মা ,চাকরির পরীক্ষায় রীতিমতো তাক লাগিয়েছেন বর্ধমানের ইনা।টেটের মেধাতালিকা প্রকাশ রাজ্যে, টেটে প্রথম বর্ধমানের ইনা,আর পাঁচটা দিনের মতো শুক্রবার দিনটাও শুরু করেছিলেন ইনা সিংহ। টিভির কল্যাণে ততক্ষণে আশেপাশের মানুষ জেনে গেছেন টেট পরীক্ষায় ফার্স্ট ( Ranking ) হয়েছেন ইনা। আর তা কানে আসতেই আনন্দের বাঁধ ভেঙেছে বর্ধমান শহরের আলমগঞ্জে ইনাদের বাড়িতে। বছর কয়েক ধরেই অসুস্থ ইনার বাবা। তাই সংসারে তাঁর আঁচ লেগেছে অনেকটাই। ইনাও জানালেন রীতিমতো ঝড়ঝাপটা কাটিয়েই এগোতে হচ্ছে তাঁকে। তাই চাকরিটা পেলে সংসারটাকে সামলে দিতে পারবেন।
পড়শিরা জানান, বরাবরের ভাল ছাত্রী ইনা। ২০০৮ সালে মাধ্যমিকে স্টার পেয়েছিলেন। ২০১০ সালে উচ্চমাধ্যমিকেও তিনটে লেটার নিয়ে পাশ করেছেন। তবে মেধা তালিকায় আসা এই প্রথম। চাকরির পরীক্ষায় রীতিমতো তাক লাগিয়েছেন বর্ধমানের ইনা।
আরও পড়ুন – আমার ভিডিয়ো বিক্রি করে টাকা তুলেছে আদিল!’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক রাখি
ইনার মা কাকলি সিংহ জানান, ‘পড়াশোনার জন্য কখনই কিছু বলতে হয়নি মেয়েকে। চাকরির পরীক্ষায় বসার জন্যেও খুব খেটেই প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, “অনেক রাত জেগে পড়াশোনা করত। ওর বাবা অসুস্থ। আমাদের এখন যা সাংসারিক পরিস্থিতি, সেখানে ওর চাকরিটা খুব দরকার।সেই চাকরির পরীক্ষায় এত ভাল ফল করবে ভাবতেই পারিনি।’
যে নিয়োগ পরীক্ষা নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগে গোটা রাজ্য তোলপাড় সেই পরীক্ষা দিয়ে ফলাফলের ব্যাপারে কতটা নিশ্চিত ছিলেন ইনা? বর্ধমানের এই মেধাবী ছাত্রীর কথায়, ‘পরীক্ষা যেভাবে নেওয়া হয়েছে, সেখানে স্বচ্ছতার কোনও অভাব ছিল বলে আমার অন্তত মনে হয়নি। আমি খুবই পরিশ্রম করেছি। ফলও পেলাম। তবে সারা রাজ্যে প্রথম হব এতটা আমি একদমই ভাবিনি। এটা আমার কাছে একদম অপ্রত্যাশিত।’
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )