শোকের ছায়া বলিপাড়ায়, বাথরুম থেকে উদ্ধার অভিনেতা আদিত্য সিং রাজপুত-এর মৃতদেহ! ফের শোকের ছায়া বলি দুনিয়ায় (Bollywood)। বাথরুমের ভেতর থেকে উদ্ধার অভিনেতা তথা মডেল আদিত্য সিং রাজপুত (Aditya Singh Rajput) এর মৃতদেহ। নিজের বাড়ির বাথরুম থেকে মৃতদেহ উদ্ধার হয় অভিনেতার। সূত্র মারফত জানা যাচ্ছে, ড্রাগসের ওভার ডোজের কারণেই মৃত্যু হয়েছে এই অভিনেতা, মডেল তথা কাস্টিং কো-অর্ডিনেটরের। দিল্লির বাসিন্দা আদিত্য। কর্মসূত্রে তিনি এসেছিলেন মুম্বাইতে। ‘ক্রান্তিবীর’ , ‘ ম্যায় গান্ধী কো নেহি মারা’ র মত ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। কাজ করেছেন প্রায় ৩০০ টিরও বেশি বিজ্ঞাপনে। ‘স্প্লিটসভিলা ৯’ এ প্রতিযোগী হিসেবেও দেখা গেছে আদিত্যকে। কাজ করেছেন টিভি শোতেও।
জানা যাচ্ছে, আন্ধেরির ১১ তলার হাইরাইজে থাকতেন আদিত্য সিং রাজপুত। সোমবার বিকেলে তার বাড়ির বাথরুমে তাঁকে এই অবস্থায় দেখেন তার এক বন্ধু। বিল্ডিং এর প্রহরীদের সাহায্য নিয়ে আদিত্যকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিপাড়ায়।
অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবে কাজ করেছেন আদিত্য। এমনকি তাঁর হাত ধরে বহু নতুন মুখ এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। একগুচ্ছ অভিনেতার সঙ্গে ব্র্যান্ডের হয়েও কাজ করেছেন তিনি। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে বিনোদন দুনিয়ায়। মাত্র ৩২ বছর বয়সেই অভিনেতার চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না। তাঁর মৃত্যু মনে করিয়ে দিচ্ছে সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর কথা। চিকিৎসকদের মতে, অতিরিক্ত ড্রাগ সেবনের ফলে মৃত্যু হয়েছে তার। যদিও সে কথা মানতে নারাজ অনুরাগীরা।
আরও পড়ুন – ‘হুমকি’র শিকার সমীর ওয়াংখেড়ে, পুলিশ কমিশনারের দ্বারস্থ প্রাক্তন NCB কর্তা
‘লাভ’ , ‘আশিকি’ , ‘ কোড রেড ‘ , ‘আওয়াজ সিজন ৯’ , ‘ব্যাড বয় সিজন ৪’ এর মত টিভি প্রোজেক্টের অংশ ছিলেন আদিত্য। বর্তমানে বিখ্যাত প্রোডাকশন হাউসের কাস্টিং বিভাগে কাজ করছিলেন তিনি। মুম্বাইয়ের গ্ল্যামার সার্কিটেও নিত্যদিন যাতায়াত করতেন এই অভিনেতা। শামিল থাকতেন বলি পাড়ার পার্টিতেও। সোমবার না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেতা।