‘হুমকি’র শিকার সমীর ওয়াংখেড়ে, পুলিশ কমিশনারের দ্বারস্থ প্রাক্তন NCB কর্তা

‘হুমকি’র শিকার সমীর ওয়াংখেড়ে, পুলিশ কমিশনারের দ্বারস্থ প্রাক্তন NCB কর্তা , গত কয়েকদিন ধরেই হুমকির শিকার মুম্বইয়ের প্রাক্তন এনসিবি কর্তা (former zonal director of NCB) সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেন তিনি। এই ব্যাপারে পুলিশ কমিশনারের (Mumbai police commissioner) সঙ্গে কথা বলবেন তিনি, জানান এমনটাই।

 

 

 

 

 

 

‘হুমকি’ পাচ্ছেন সমীর ওয়াংখেড়ে?

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে কর্ডেলিয়া ক্রুজ মাদক কাণ্ডে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার তিনি দাবি করেন যে তাঁকে এবং তাঁর স্ত্রী ক্রান্তি রেডকরকে বারবার সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হচ্ছে। গত দিন চার ধরে এমন ঘটনা ঘটছে বলে দাবি তাঁর। তিনি একইসঙ্গে এও জানান যে মুম্বইয়ের পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানাবেন তিনি

 

 

 

 

 

সমীর ওয়াংখেড়ের ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘গত চার দিন ধরে, সমীর ওয়াংখেড়ে ও তাঁর স্ত্রী উভয়ই সোশ্যাল মিডিয়ায় হুমকি পাচ্ছেন। নিরাপত্তার আবেদন জানিয়ে সমীর ওয়াংখেড়ে মুম্বই পুলিশকে চিঠি লিখবেন।’

 

 

ওয়াংখেড়ে ঘুষের মামলায় তাঁর বিরুদ্ধে সিবিআই-এর পদক্ষেপকে চ্যালেঞ্জ জানাতে বম্বে হাইকোর্টে গিয়েছিলেন এবং আদালত আজ অর্থাৎ সোমবার এই বিষয়ে শুনানি করবে। তিনি তদন্তে সহযোগিতা করবেন এবং জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেবেন বলে আশ্বাস দেওয়ার পরে হাইকোর্ট অফিসারকে ২২ মে পর্যন্ত গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিয়েছিল।

 

 

 

 

আরও পড়ুন – শুটিং করতে গিয়ে আহত, কাঁধে গুরুতর চোট পেলেন অনুপম,

 

 

এনসিবি মুম্বইয়ের প্রাক্তন জোনাল ডিরেক্টরকে বর্তমানে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে। তাঁর বিরুদ্ধে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার চেষ্টা করার অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করেছে – পরে যা কমিয়ে তিনি ১৮ কোটিতে রফা করেন বলে অভিযোগ। শাহরুখ খানের থেকে তাঁর ছেলে আরিয়ান খানকে মাদক কাণ্ড থেকে বাঁচাতে এই টাকা দাবি করেছিলেন সমীর ওয়াংখেড়ে, এমনই অভিযোগ।

(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube )