Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
বাংলা মহান মনীষীদের ভুমি বঙ্গ নিয়ে আবেগ প্রবণ রাজ্যপাল

বাংলা মহান মনীষীদের ভুমি বঙ্গ নিয়ে আবেগ প্রবণ রাজ্যপাল

বাংলা মহান মনীষীদের ভুমি বঙ্গ নিয়ে আবেগ প্রবণ রাজ্যপাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বাংলা মহান মনীষীদের ভুমি বঙ্গ নিয়ে আবেগ প্রবণ রাজ্যপাল। বাংলা মহান মনীষীদের মহান ভুমি।রবিবার সকালে দক্ষিনেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের নব নিযুক্ত স্থায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রসঙ্গত, জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার পর,এরাজ্যে অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন লা গনেশন। পরবর্তী কালে বাংলার স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন সিভি আনন্দ বোস।

 

গত ২৬ শে জানুয়ারি স্বরস্বতী পুজোর দিন রাজভবনে তার হাতেখড়ি এবং বাংলা ভাষা শেখার আগ্রহ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন,বাংলা আমার দ্বিতীয় বাড়ি। এখানকার মানুষ এবং তাদের সাংস্কৃতিকে আমি ভালোবাসি।তাছাড়া বাংলা মহান মনিষীদের মহান ভুমি। তিনি আরও বলেন,দক্ষিনেশ্বর বাংলা তথা বিশ্বের অন্যতম আধ্যাত্বিকতার পীঠস্থান। এখানকার মাটি ঠাকুর রামকৃষ্ণদেবের পদধুলিতে ধন্য। তাই এখানে মা ভবতারিণী কাছে পুজো দিয়ে তৃপ্তি অনুভব করলাম।

 

যদিও সম্প্রতি রাজভবনে তার হাতেখড়ি ও পরবর্তী কালে দিল্লী সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহয়ের সঙ্গে তার সাক্ষাত নিয়ে শুরু হওয়া রাজনৈতিক বিতর্ক প্রসঙ্গে তিনি কোন মন্তব্য করতেই রাজি হননি। রাজ্যপালের আগমন উপলক্ষে এদিন দক্ষীনেশ্বর মন্দির চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল।

 

সস্ত্রীক রাজ্যপালকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্দির কমিটির অছি পরিষদের সম্পাদক কুশল চৌধুরী। এদিন রাজ্যপাল কুশল চৌধুরীকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক দক্ষিনেশ্বর মন্দিরের প্রতিটি দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি পুজো দিতে আসা সাধারণ দর্শনার্থীদের সঙ্গেও আলাপচারিতায় অংশ নেন।

আরও পড়ুন – অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জিতে রেকর্ড গড়েছেন জকোভিচ

উল্লেখ্য, বাংলা মহান মনীষীদের মহান ভুমি।রবিবার সকালে দক্ষিনেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের নব নিযুক্ত স্থায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রসঙ্গত, জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার পর,এরাজ্যে অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন লা গনেশন। পরবর্তী কালে বাংলার স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন সিভি আনন্দ বোস। গত ২৬ শে জানুয়ারি স্বরস্বতী পুজোর দিন রাজভবনে তার হাতেখড়ি এবং বাংলা ভাষা শেখার আগ্রহ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন,বাংলা আমার দ্বিতীয় বাড়ি। এখানকার মানুষ এবং তাদের সাংস্কৃতিকে আমি ভালোবাসি।

 

তাছাড়া বাংলা মহান মনিষীদের মহান ভুমি। তিনি আরও বলেন,দক্ষিনেশ্বর বাংলা তথা বিশ্বের অন্যতম আধ্যাত্বিকতার পীঠস্থান। এখানকার মাটি ঠাকুর রামকৃষ্ণদেবের পদধুলিতে ধন্য। তাই এখানে মা ভবতারিণী কাছে পুজো দিয়ে তৃপ্তি অনুভব করলাম। যদিও সম্প্রতি রাজভবনে তার হাতেখড়ি ও পরবর্তী কালে দিল্লী সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহয়ের সঙ্গে তার সাক্ষাত নিয়ে শুরু হওয়া রাজনৈতিক বিতর্ক প্রসঙ্গে তিনি কোন মন্তব্য করতেই রাজি হননি।

RECOMMENDED FOR YOU.....