গিতালদহে বিপুল পরিমাণ জমির গাঁজা গাছ কেটে আগুন লাগিয়ে দিল পুলিশ

গিতালদহে বিপুল পরিমাণ জমির গাঁজা গাছ কেটে আগুন লাগিয়ে দিল পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গিতালদহে বিপুল পরিমাণ জমির গাঁজা গাছ কেটে আগুন লাগিয়ে দিল পুলিশ। সীমান্ত গ্রাম গিতালদহে বিপুল পরিমাণ জমির গাঁজা গাছ কেটে আগুন লাগিয়ে দিল পুলিশ।দিনহাটা থানার অন্তর্গত সীমান্ত গ্রাম গিতালদহ এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৬০ বিঘে অবৈধ গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ। পুলিশ এই অভিযানকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে।

 

গীতালদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজেন তামাং এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই অভিযান চালায়। পুলিশ অভিযানে নেমে প্রথমে গিতালদহ দুই গ্রাম পঞ্চায়েতের খারিজা গীতালদহ, ভোরাম পয়েস্তি, ভারবান্ধা সহ বেশ কিছু গ্রামে। পুলিশ গ্রামগুলিতে গিয়ে সেই সব গাছ ধ্বংস করার পাশাপাশি তাতে আগুন লাগিয়ে দেয়। এরপর গিতালদহ দুই গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে একইভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা গাছ কেটে আগুন লাগিয়ে দেয়।

আরও পড়ুন – গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে ঢেঁকি

দিনহাটার বিভিন্ন এলাকায় অবৈধ গাঁজা চাষের এলাকা বেড়েই চলেছে। একশ্রেণীর দালালদের উৎসাহে চাষীরা এই গাঁজা চাষ করে থাকেন। কৃষকদের কাছ থেকে দালালরাই উৎপাদিত ফসল কিনে নেয়। অধিক মুনাফার হাতছানিতে কৃষকরা বেশ কয়েক বছর ধরেই এই গাঁজা চাষের প্রতি ঝুঁকে পড়েছেন। গীতালদাহের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ জমিতে গাঁজা চাষ হয়েছে। দিনহাটার বিভিন্ন এলাকায় গাঁজা চাষ বন্ধ করতে নানাভাবে উদ্যোগী হয়েছে পুলিশ প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন এই অভিযানে উভয় গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামের প্রায় ৬০ বিঘা জমির গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। আগামীতেও অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চলবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top