শুরু হল ঐতিহ্যবাহী সামসেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। জমজমাট আবহের মধ্য দিয়ে শুরু হলো ঝাড়খণ্ড সংলগ্ন মুর্শিদাবাদের সামসেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হল ৮ দলীয় নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। সামসেরগঞ্জের পুঁঠিমারী ফিডার ক্যানেল ময়দানে আয়োজিত এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, বিডিও কৃষ্ণ চন্দ্র মুন্ডা, ওসি বিজন রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বেগম, ধূলিয়ান পুরসভার পৌরপিতা ইনজামামূল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
প্রথম দিনের নক আউটের টি২০ ক্রিকেট খেলায় অংশ গ্রহন করে ঝাড়খন্ডের পাকুর জেলা একাদশ বনাম জলপাইগুড়ি একাদশ । প্রতি বছরের মতো এবছরও ক্রিকেট টুর্নামেন্টের খেলা দেখতে ভীড় জমায় হাজার হাজার মানুষ। সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বলেন ষষ্ঠ বর্ষ সমশেরগঞ্জের ঐতিহ্যবাহী এই শামসেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হলো এদিন।
আরও পড়ুন – ধূপগুড়িতে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি
সামসের গঞ্জের ঐতিহ্যবাহী শামসের কাপ ক্রিকেট টুর্নামেন্টের খেলা দেখতে মুর্শিদাবাদ জেলার সতী সামসেরগঞ্জ ফারাক্কার পাশাপাশি ঝাড়খণ্ডের হাজার হাজার দর্শক খেলা দেখতে জমায়। বিশাল আনুষ্ঠানিকতার মাধ্যমে ৮ ই জানুয়ারি টি-টোয়েন্টি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে । এদিন প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ২০৮ রান তুলে ঝাড়খণ্ডের পাকুর দলটি।
দ্বিতীয় রাউন্ডে ২০৬ রান তাড়া করতে নামে জলপাইগুড়ি জেলা একাদশ। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে দলটি ১৪. ২ ওভারে মাত্র ৮৬ রানে অলআউট হয় জলপাইগুড়ি একাদশ। ১২০ রানে জয়ী হয় ঝাড়খণ্ডের পাকুর একাদশ।
উল্লেখ্য, শুরু হল ঐতিহ্যবাহী সামসেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। জমজমাট আবহের মধ্য দিয়ে শুরু হলো ঝাড়খণ্ড সংলগ্ন মুর্শিদাবাদের সামসেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হল ৮ দলীয় নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। সামসেরগঞ্জের পুঁঠিমারী ফিডার ক্যানেল ময়দানে আয়োজিত এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, বিডিও কৃষ্ণ চন্দ্র মুন্ডা, ওসি বিজন রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বেগম, ধূলিয়ান পুরসভার পৌরপিতা ইনজামামূল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা।