হাতির দাঁত সহ গ্রেপ্তার তিন। শিলিগুড়ির হয়ে বিহারে পাচারের আগে দুটি হাতির দাঁত সহ তিনজনকে গ্রেফতার করলো বনদপ্তর ও এসএসবি। গোপন সুত্রে খবর পেয়ে, খড়িবাড়ি বাজারে যৌথ অভিযান চালায় এসএসবি ও বনদপ্তর।একটি মালবাহী গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ৭০০গ্রাম ওজনের দুটি হাতির দাঁত উদ্ধার করে তারা।
পাচার কাজের সাথে যুক্ত থাকার অভিযোগে মাটিগাড়ার দুই বাসিন্দা, অসিত টোপ্প ও অনিল ওরাও এবং কার্শিয়াং এর বাসিন্দা পুনিলাল নাগাজিয়াকে গ্রেফতার করে বন্দপ্তর । সূত্রের খবর ধৃতরা মাটিগাড়া থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে হাতির দাঁতগুলি নিয়ে যাচ্ছিল।আজ শিলিগুড়ি মহকুমা আদালতে ধৃতদের তোলা হয়। ধৃতদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্তের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানিয়েছে বনদপ্তর।
আরও পড়ুন – কেশপুরে গোষ্ঠী কোন্দল, পরিস্থিতি সামলাতে ময়দানে মানস ভুঁইয়া
উল্লেখ্য, হাতির দাঁত সহ গ্রেপ্তার তিন। শিলিগুড়ির হয়ে বিহারে পাচারের আগে দুটি হাতির দাঁত সহ তিনজনকে গ্রেফতার করলো বনদপ্তর ও এসএসবি।গোপন সুত্রে খবর পেয়ে, খড়িবাড়ি বাজারে যৌথ অভিযান চালায় এসএসবি ও বনদপ্তর।একটি মালবাহী গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ৭০০গ্রাম ওজনের দুটি হাতির দাঁত উদ্ধার করে তারা।
পাচার কাজের সাথে যুক্ত থাকার অভিযোগে মাটিগাড়ার দুই বাসিন্দা, অসিত টোপ্প ও অনিল ওরাও এবং কার্শিয়াং এর বাসিন্দা পুনিলাল নাগাজিয়াকে গ্রেফতার করে বন্দপ্তর । সূত্রের খবর ধৃতরা মাটিগাড়া থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে হাতির দাঁতগুলি নিয়ে যাচ্ছিল।আজ শিলিগুড়ি মহকুমা আদালতে ধৃতদের তোলা হয়। ধৃতদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্তের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানিয়েছে বনদপ্তর।
উল্লেখ্য, হাতির দাঁত সহ গ্রেপ্তার তিন। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লক এর সীমান্তবর্তী এলাকায় যৌথভাবে অভিযান চালায় ঘোষপুকুর বনদপ্তর এবং সশস্ত্র সীমাবল। দুই টুকরো হাতির দাঁত সমেত গ্রেপ্তার করা হয় তিনজনকে। উদ্ধার হওয়া ধাতির দাঁতের ওজন ০.৭১১কেজি। ধৃতদের নাম পুনী লাল, অসিত ওরাও, অনিল ওরাও। ধৃতরা প্রত্যেকেই শিলিগুড়ি ও শিলিগুড়ি পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে একটি চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এই চারচাকা গাড়িতেই সীমান্ত পেরিয়ে এই হাতির দাঁত নেপালে পাচারের উদ্দেশ্য ছিল অভিযুক্তদের। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণ আইনে মামলা দায়ের করেছে বনদপ্তরের কাশিয়াঙ ডিভিশন।