বুধবারের ইন্ডিয়া জোটের সমন্বয় বৈঠকে থাকছে না অভিষেক, সিপিএম

0
3
বুধবারের ইন্ডিয়া জোটের সমন্বয় বৈঠকে থাকছে না অভিষেক, সিপিএম

বুধবারের ইন্ডিয়া জোটের সমন্বয় বৈঠকে থাকছে না অভিষেক, সিপিএম। আজ বুধবার দিল্লিতে বসতে চলেছে লোকসভায় বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার সমন্বয় কমিটির প্রথম বৈঠক (INDIA coordination committee meeting)। মহারাষ্ট্রে এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে ১৪ সদস্যের এই বৈঠক হওয়ার কথা বুধবার বিকেলে। সূত্রের খবর, মিটিংয়ে লোকসভা ভোটের আসন সমঝোতা থেকে শুরু করে নির্বাচনী প্রচার কৌশল সহ আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে।

 

এদিনের বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তবে এই একই দিনে কুন্তল ঘোষের চিঠি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তলব করা হয়েছে তাঁকে। অভিষেক বিষয়টি নিয়ে আগে বিজেপিকে নিশানা করলেও মঙ্গলবার স্পষ্ট হয়ে যায়, এই বৈঠকে উপস্থিত থাকছেন না তিনি। বরং, সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেবেন তিনি। ফলে তাঁকে ছাড়াই আজ ইন্ডিয়ার কো-অর্ডিনেশন কমিটির বৈঠক হতে চলেছে।

আরও পড়ুনঃ বুধবার ইডি দফতর পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কড়া নিরাপত্তা দফতরের বাইরে

সূত্রের খবর আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীদের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে একজন যৌথ প্রার্থী দাঁড় করানোর পক্ষে সওয়াল করেছে বেশ কয়েকটি বিরোধী দল। সে ক্ষেত্রে আসন সমঝোতার একটি ফর্মুলাও তৈরি করতে চান তাঁরা। তবে এ ব্যাপারে দলনেতাদের তাঁদের ইগো এবং ক্ষুদ্র দলীয় স্বার্থ ঝেড়ে ফেলে এগিয়ে আসতে হবে বলে দাবি করেছেন বেশ কয়েকজন নেতা। যদিও কীসের ভিত্তিতে এই আসন সমঝোতা হবে সে বিষয়ে কোনও মাপকাঠি নির্ধারণ করা হয়নি, তবে রাজনৈতিক মহলের অনুমান সাম্প্রতিক নির্বাচনে একটি নির্দিষ্ট আসনে দলগুলির ফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সূত্রের খবর, আলোচনা হলেও বুধবারের মিটিংয়েই তা ফাইনাল নাও করা হতে পারে।

 

আসন সমঝোতার পাশাপাশি এদিনের বৈঠকে বিজেপির বিরুদ্ধে প্রচারের পদ্ধতি নিয়েও সুবিস্তৃত আলোচনা হতে চলেছে বলে জানা গেছে। মানুষের কাছে কীভাবে পৌঁছানো যায়, যৌথ মিছিল, মানুষের দরজায় দরজায় ঘুরে প্রচার করার পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। তবে প্রতিটি রাজ্যে প্রচারের ক্ষেত্রে আলাদা হবে এই নীতি। 

 

বিরোধীদের এই ১৪ সদস্যের কমিটিতে রয়েছেন- কে সি বেণুগোপাল (কংগ্রেস), টি আর বালু (ডিএমকে), হেমন্ত সোরেন (জেএমএম), সঞ্জয় রাউত (শিবসেনা-ইউবিটি), তেজস্বী যাদব (আরজেডি), রাঘব চাড়া (আপ), জাভেদ আলি খান (এসপি), লালন সিং (জেডিইউ), ডি রাজা (সিপিআই), ওমর আবদুল্লাহ (ন্যাশনাল কনফারেন্স), মেহবুবা মুফতি (পিডিপি), অভিষেক ব্যানার্জি (তৃণমূল কংগ্রেস), এবং সিপিআইএম থেকে একজন সদস্য।

 

সিপিআইএমের তরফে এই কমিটির জন্য কোনও সদস্যকে মনোনীত করা হয়নি। তারা বৈঠকেও উপস্থিত থাকবে না বলেই যারা যাচ্ছে। সূত্রের খবর আগামী ১৬-১৭ সেপ্টেম্বর পলিটব্যুরোর মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, কমিটিতে তাদের তরফে কাকে প্রতিনিধি করে পাঠানো হবে।

en.wikipedia.org