দিল্লিতে অবস্থান কর্মসূচি হবেই, বলছে তৃণমূল। কর্মসূচি থেকে পিছু হঠার প্রশ্নই নেই। এমনই বলছে ঘাসফুল শিবির। রামলীলা ময়দান পাওয়া যায়নি তো কী! অবস্থান হবেই, আর তা হবে দিল্লিতেই (Delhi) । রামলীলা ময়দানে কর্মসূচির অনুমতি না মেলায় এবার বিকল্প স্থান খোঁজার চেষ্টা চলছে তৃণমূল। ২ অক্টোবর বিক্ষোভ-অবস্থান কর্মসূচি হবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। পরিকল্পনা ছিল, প্রচুর মানুষ একযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হবেন। কিন্তু, আবেদন করেও রামলীলা ময়দান পায়নি তৃণমূল (TMC) । তার জন্য কর্মসূচি পালন থেকে বিরত থাকছে না রাজ্যের শাসক দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বাংলা থেকে ১০ লক্ষ কর্মী সমর্থক নিয়ে যাওয়া হবে দিল্লিতে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, বাংলা থেকে ১০ লক্ষ কর্মী সমর্থক নিয়ে যাওয়া হবে দিল্লিতে। বলেছিলেন, ট্রেন ভাড়া করে নিয়ে যাওয়া হবে, পথে আটকালে সেখানেই বসে পড়বেন তাঁরা। সেই উদ্দেশ্যেই রামলীলা ময়দানকে বেছে নিয়েছিল শাসক দল। অন্য কোনও জায়গায় অত বেশি লোক ধরবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। সে ক্ষেত্রে কর্মসূচির বিন্যাসে কিছুটা বদল করা হতে পারে। প্রয়োজনে কম লোককে নিয়ে প্রতীকী বিক্ষোভও দেখানো হতে পারে।
আরও পড়ুন – দেশে তথ্য প্রযুক্তি হার্ডওয়্যার শিল্প গড়তে আবেদন একাধিক সংস্থার,
এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, “দিল্লিতে কর্মসূচি হবেই। ৭৩০০ কোটি টাকা বকেয়া রয়েছে ১০০ দিনের কাজের প্রকল্পে। তাই আন্দোলন ছাড়া আর কোনও রাস্তা নেই।” তৃণমূলের বিশ্বস্ত সূত্র বলছে, ২ অক্টোবরেই সভা হবে। রামলীলা ময়দান না পাওয়া গেলে যন্তর মন্তর বা তালকাটরা স্টেডিয়ামের কথা বিকল্প হিসেবে ভাববে তৃণমূল।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)